ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০২.০১.২৫) পর্ব ২: চিন্ময়কৃষ্ণের জামিনের আর্জি খারিজ। 'বর্ডার দিয়ে লোক ঢোকাচ্ছে BSF', আক্রমণ মমতার
Ghanta Khanek Sange Suman: প্রকাশ্যে খুন তৃণমূলের জেলা সহ-সভাপতি! তাড়া করে পরপর গুলি! মালদায় হাড় হিম করা CCTV ফুটেজ । SP-র অপদার্থতা, পুলিশের গাফিলতিতেই নেতা খুন," বলছেন খোদ পুলিশমন্ত্রী । ব্রাত্য, স্নেহাশিস, প্রদীপ, বেচারাম -- প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নিশানায় চার মন্ত্রী । "রাষ্ট্রদ্রোহিতার সাজা যাবজ্জীবন," বললেন বিচারক, সরাসরি খারিজ চিন্ময়কৃষ্ণের জামিনের আর্জিবাংলাদেশে হিন্দু যুবককে বেধড়ক মার, ফের ভাঙা হল মন্দির । "বর্ডার দিয়ে লোক ঢোকাচ্ছে BSF," আক্রমণ মমতার "জমি না দিয়ে অনুপ্রবেশে মদত দিচ্ছেন উনিই," পাল্টা শুভেন্দু ।
ফের খারিজ হয়ে গেল, বাংলাদেশের জেলে বন্দি সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন। চট্টগ্রাম আদালত জানিয়ে দিল, রাষ্ট্রদ্রোহিতার সাজা যাবজ্জীবন। এই রায়কে চ্য়ালেঞ্জ করে, হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ধৃত সন্ন্য়াসীর আইনজীবীরা।