(Source: ECI/ABP News/ABP Majha)
Union Budget 2023 :পুঁজিপতিদের লাভ না আম আদমির সুরাহা ! আজ কখন কেথায় দেখবেন বাজেট ?
India Budget 2023: পুঁজিপতিদের লাভ না আম আদমির সুরাহা কোন পথে হাঁটবে মোদি সরকার ? আজ বাজেট পেশের পরই বোঝা যাবে মোদি সরকাররের 'মতি-গতি'।
India Budget 2023: পুঁজিপতিদের লাভ না আম আদমির সুরাহা কোন পথে হাঁটবে মোদি সরকার ? আজ বাজেট পেশের পরই বোঝা যাবে মোদি সরকাররের 'মতি-গতি'। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaharaman) পেশ করবেন ২০২২-২৩ অর্থবর্ষে দেশের হাল-হকিকত। জেনে নিন, কখন, কোথায় দেখতে পারবেন দেশের সাধারণ বাজেট (Union Budget 2023)।
Budget 2023 LIVE Streaming: কীভাবে কোথায় দেখবেন বাজেট ?
আজ সবার চোখ থাকবে মোদি সরকারের ২০২৩ অর্থবর্ষের বাজেটের দিকে। এই নিয়ে পঞ্চম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে এটি হবে মোদি সরকারের শেষ বাজেট। রাজধানীর রাজনীতিকরা বলছেন,দেশজুড়ে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে জনমোহিনী বাজেটের পথে হাঁটতে পারে সরকার। সেই ক্ষেত্রে আশা করা হচ্ছে, এই বাজেটে আয়কর, কর্মসংস্থান, পরিকাঠামো, কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিষয়গুলিতে বেশি নজর দেবে সরকার।
Budget 2023: এবারও থাকবে এই বদলগুলি
মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে সরকার অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ পেশ করেছে। আগের দুটির মতো, ২০২৩-২৪ কেন্দ্রীয় বাজেটও পেপারলেস হবে।
বিশ্ব অর্থনীতি ইতিমধ্যেই মন্দার আশঙ্কায় ভুগছে। সেখানে জিডিপি বৃদ্ধিতে নির্মলা সীতারামনের পদক্ষেপের দিকে তাকিয়ে থাকবে দেশ।
India Budget 2023: কোথায় কখন দেখতে পারবেন বাজেট ?
আজ বাজেট বক্তৃতা ১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় শুরু হবে। সীতারামন তার 2022-23 কেন্দ্রীয় বাজেট বক্তৃতায় প্রায় ৯২ মিনিট সময় নিয়েছিলেন, যা এখনও পর্যন্ত সবচেয়ে ছোট বক্তৃতা। ২০২০ সালে অর্থমন্ত্রী দীর্ঘতম বক্তৃতা দিয়েছিলেন, সেই সময় প্রায় ২ ঘণ্টা ও ৪০ মিনিট বক্তৃতা দিয়েছিলেন তিনি।
2023-2024 অর্থবছরের জন্য সীতারামনের বাজেট সংসদ টিভি ও দূরদর্শনে লাইভ-স্ট্রিম করা হবে। সরাসরি সম্প্রচার তাদের ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) তাদের অনলাইন প্ল্যাটফর্মে বাজেট 2023 স্ট্রিম করবে।
আপনি এবিপি বাংলা ওয়েবসাইটে পাবেন খবর
https://bengali.abplive.com/
এবিপি আনন্দের ইউটিউব স্ট্রিম দেখুন এখানে
https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10
Union Budget 2023: ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ
ফিনান্স বিল সহ সব ১৪টি কেন্দ্রীয় বাজেটের নথি, "ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ"-এ পাওয়া যাবে - সংসদ সদস্য ও সাধারণ জনগণের এই বাজেট নথি বিনামূল্যে নিতে পারবেন। অর্থমন্ত্রকবিবৃতিতে সেই বিষয়টি জানিয়েছে।
অ্যাপটি (ইংরেজি ও হিন্দি) অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে । এটি কেন্দ্রীয় বাজেট ওয়েব পোর্টাল www.indiabudget.gov.in থেকেও ডাউনলোড করা যেতে পারে।
Economic Survey 2023 Highlights: বাজেটের আগের দিন আর্থিক সমীক্ষা রিপোর্টে 'ধাক্কা'। সরকারের পেশ করা আর্থিক সমীক্ষা রিপোর্টে কমল বৃদ্ধির হার। চলতি আর্থিক বছরে বৃদ্ধির হার প্রায় ৭ শতাংশ হওয়ার সম্ভাবনা।
২০২১-২২ অর্থবর্ষে বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।চিন্তা বাড়িয়ে এক বছরে মাত্র দশমিক ৩ শতাংশ কমল রাজস্ব ঘাটতি। গত অর্থবর্ষে ৬.৭ শতাংশ থেকে রাজস্ব ঘাটতি হয়েছে ৬.৪ শতাংশ হয়েছে। ২০২৩ অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার হতে পারে ৬.৮ শতাংশ। অন্তত তেমনই বলছে দেশের আর্থিক সমীক্ষা।
দেশের আর্থিক রূপরেখা তৈরি আগেই পেশ হল ২০২৩ সালের ইকোনমিক সার্ভে রিপোর্ট। মঙ্গলবার বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের পরই এই আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
Budget 2023: কী রয়েছে সেই রিপোর্টে ?
দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ২০২৪ অর্থবর্ষে জিডিপির হার ৬-৬.৮ শতাংশ বাড়তে পারে বলে আশা করছে সরকার। মূলত, গত তিন বছর ভূ-রাজনৈতিক পরিস্থিতির জন্য চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের অর্থনীতি। সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত এই আর্থিক বৃদ্ধি প্রত্যাশা করছে সাউথ ব্লক।
Budget 2023: বিশ্বের তুলনায় ভাল অবস্থায় ভারত, রইল দেশের আর্থিক সমীক্ষার সাতসতেরো