Car Insurance: লাফিয়ে বাড়তে পারে গাড়ি-বাইকের বিমার প্রিমিয়াম; IRDAI দিয়েছে এই প্রস্তাব
Car Bike Insurance: বর্তমানে ১০০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য প্রিমিয়ামের খরচ হয় ২০৯৪ টাকা যা ১৮ শতাংশ বাড়লে হতে পারে ২৪৭১ টাকা আর ২৫ শতাংশ বাড়লে হবে ২৬১৮ টাকা।

Insurance Premium: বিমা খাতের নিয়ন্ত্রক IRDAI-এর সুপারিশের ভিত্তিতে কেন্দ্র সরকার মোটর থার্ড পার্টি বিমা প্রিমিয়াম বাড়াতে চলেছে। বিমার প্রিমিয়ামের খরচ খুব শীঘ্রই বাড়তে চলেছে। সংবাদসূত্রে জানা গিয়েছে, এই প্রিমিয়াম বৃদ্ধির (Car Insurance) খবর পাওয়ার পরেই এই গাড়ির বিমা সংস্থাগুলির শেয়ারের দাম লাফিয়ে বাড়তে শুরু করেছে। আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইনসিওরেন্স, গো ডিজিট জেনারেল ইনসিওরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি ইত্যাদি সংস্থার শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে।
IRDAI প্রস্তাব দিয়েছে যে গাড়ি ও বাইকের থার্ড পার্টি বিমার প্রিমিয়াম ১৮ শতাংশ থেকে ২৫ শতাংশ বাড়ানো হতে পারে। গড়ে ১৮ শতাংশ বাড়তে (Car Insurance) পারে এই প্রিমিয়াম আর কিছু কিছু বিশেষ ক্যাটাগরিতে এই প্রিমিয়াম বাড়তে পারে ২০-২৫ শতাংশ। দেশের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে এই প্রস্তাবে এখনও যদিও অনুমোদন দেওয়া হয়নি। তবে আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই এই অনুমোদন মিলতে পারে বলে আশা করা হচ্ছে। একবার এই প্রস্তাব মঞ্জুর হয়ে গেলে পাবলিক কনসাল্টেশনের জন্য খসড়া বিজ্ঞপ্তি পাঠানো হবে। প্রয়োগ করার আগে এই প্রস্তাব যাবে পর্যালোচনার জন্য।
একট সংবাদ প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, এই খবর জানার পর থেকেই ইনসিওরেন্স সংস্থাগুলির শেয়ারের দাম বাড়তে শুরু করেছে। আইসিআইসিআই লোম্বার্ড সংস্থার শেয়ারের দাম এক লাফে ৭ শতাংশ বাড়ে। গত তিন মাসে তা সর্বোচ স্তরে (Car Insurance) এসে পৌঁছেছে। গো ডিজিট ইনসিওরেন্সের শেয়ারের দাম ৫ শতাংশ বেড়েছে। এই শেয়ারটিও গত ৬ মাসে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। একইসঙ্গে নিউ ইন্ডিয়া ইনসিওরেন্স সংস্থার শেয়ারের দাম ২ শতাংশ বেড়েছে এরই মধ্যে।
থার্ড পার্টি ইনসিওরেন্স আসলে কী
কোনও সড়ক দুর্ঘটনায় গাড়ির ক্ষয়ক্ষতির খরচ তৃতীয় পক্ষকে দিয়ে থাকে মোটর থার্ড পার্টি ইনসিওরেন্স। আপনার গাড়ির কারণে যদি কোনও ব্যক্তি আহত হন বা তাদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই খরচ বহন করে এই বিমা। মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৮৮-র অধীনে এই বিমা করানো ভারতে বাধ্যতামূলক। বিগত ৩-৪ বছর ধরেই এই থার্ড পার্টি ইনসিওরেন্সের প্রিমিয়াম বাড়েনি। বিশেষজ্ঞরা তাই মনে করেন যে প্রিমিয়ামের খরচ ২০ শতাংশ বাড়লে তা ইনসিওরেন্স সংস্থাগুলির পারফরম্যান্স ভাল করবে।
বর্তমানে ১০০০ সিসি পর্যন্ত গাড়ির জন্য প্রিমিয়ামের খরচ হয় ২০৯৪ টাকা যা ১৮ শতাংশ বাড়লে হতে পারে ২৪৭১ টাকা আর ২৫ শতাংশ বাড়লে হবে ২৬১৮ টাকা। ১০০০ সিসি থেকে ১৫০০ সিসির গাড়ির ক্ষেত্রে এই প্রিমিয়াম এখন রয়েছে ৩৪১৬ টাকা। অন্যদিকে টু-হুইলারের ক্ষেত্রে ৭৫ সিসি পর্যন্ত গাড়ির প্রিমিয়াম পড়ে এখন ৫৩৮ টাকা যা ১৮ শতাংশ বেড়ে হতে পারে ৬৩৫ টাকা, ২৫ শতাংশ বেড়ে হতে পারে ৬৭৩ টাকা। আর ৭৫ সিসি থেকে ১৫০ সিসি পর্যন্ত টু-হুইলারের জন্য প্রিমিয়াম এখন দিতে হয় ৭২০ টাকা।






















