Health Drink:বোর্নভিটা সহ একাধিক হেলথ ড্রিঙ্ককে সব ই-কমার্স সাইট থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের, কেন এই সিদ্ধান্ত
Health Drink: এফএসএসআইআই-এর তরফে সব ই-কমার্স সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয় যে তাদের ওয়েবসাইটের মাধ্যমে যে খাদ্যদ্রব্যগুলি বিক্রি করা হচ্ছে তার সম্পূর্ণ গুণগত মান পরীক্ষার পরেই যেন তা বিক্রি করা হয়।
নয়াদিল্লি: সব ই-কমার্স (e-commerce) ওয়েবসাইট ও প্ল্যাটফর্ম থেকে বোর্নভিটা (Bournvita) সহ একাধিক হেলথ ড্রিঙ্ক (health drinks) ও খাদ্যদ্রব্যকে স্বাস্থ্য সংক্রান্ত খাবারের ক্যাটেগরি থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক (Ministry of Commerce and Industry)।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (সিপিসিআর-এর) ২০০৫ সালে তৈরি হওয়া আইনের ১৪ নম্বর ধারার অধীনে তদন্ত করে দেখেছে যে তথাকথিত হেলথ ড্রিঙ্কগুলি ২০০৬ সালে তৈরি হওয়া এফএসএস আইনের অন্তর্গত নিয়ম ও নীতি না মেনেই তৈরি করা হচ্ছে। যার রিপোর্ট প্রকাশ করা হয়েছে এফএসএসআইআই বা ফেসাই ও মোনডে ইন্ডিয়া ফুড প্রাইভেড লিমিটেডের তরফে।
এই বিষয়টির সূত্রপাত হয় গত ২ এপ্রিল যখন এফএসএসআইআই-এর তরফে সব ই-কমার্স সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয় যে তাদের ওয়েবসাইটের মাধ্যমে যে খাদ্যদ্রব্যগুলি বিক্রি করা হচ্ছে তার সম্পূর্ণ গুণগত মান পরীক্ষার পরেই যেন তা বিক্রি করা হয়। সোজা কথায় ওয়েবসাইটগুলিতে যা দাবি করা হচ্ছে খাদ্যদ্রব্যগুলো যেন সেই গুণগত মান বজায় রাখে।
কিন্তু, FSSAI-এর তরফে পরীক্ষা করে দেখা হয় যে ডেয়ারিতে তৈরি মিক্সিং করা খাদ্যদ্রব্য, সেরিল বেসড বেভারেজ মিক্স ও মল্ট বেসড বেভারেজগুলি যা ই-কর্মাস ওয়েবসাইটগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত খাদ্যদ্রব্য হিসেবে বিক্রি করা হচ্ছে তা সাধারণত হেলথ ড্রিঙ্ক বা ইনার্জি ড্রিঙ্ক জাতীয় দ্রব্য। এরপরই তাদের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় এই জিনিসগুলি কোনভাবেই এফএসএস অ্যাক্ট ২০০৬-এর নিয়ম ও নীতি মেনে তৈরি করা হচ্ছে না।
আরও পড়ুন: Chanachur: সন্ধ্যে হলেই চানাচুর, ভাল ? কীভাবে বানালে সুস্থ থাকে শরীর ?
আর তাই FSSAI-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সব ই-কমার্স সংস্থাগুলিকে নিজেদের পণ্যের বিষয়ে সঠিক তথ্য উল্লেখ করে খাদ্যদ্রব্যগুলি বিক্রি করতে হবে অথবা এই ধরনের ড্রিঙ্ক ও খাদ্যগুলিকে নিজেদের ওয়েবসাইটের হেলথ ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্কের ক্যাটেগরি থেকে সরিয়ে আইন অনুযায়ী সঠিক তথ্য দিয়ে সঠিক পণ্য বিক্রি করতে হবে।
মন্ত্রকের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণ হল, গ্রাহক যে খাদ্যদ্রব্য কিনছে তার সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করে তবেই তা বিক্রি করতে সব ই-কমার্স ওয়েবসাইটকে। অন্যথায় ভুল তথ্য দিয়ে খাদ্যদ্রব্য বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )