Gratuity Hike: অবসরের পরে ২৫ লক্ষ টাকা পাবেন সরকারি কর্মীরা ! গ্র্যাচুইটির সীমা বাড়াল কেন্দ্র ?
Gratuity Limit Hike : ১ জানুয়ারি ২০২৪ থেকে অবসর নেওয়ার সময় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২৫ লক্ষ টাকা পাবেন গ্র্যাচুইটি হিসেবে। তবে বেসরকারি খাতের কর্মীরা গ্র্যাচুইটি হিসেবে ২০ লক্ষ টাকাই পাবেন।
Central Govt Employee: কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত মহার্ঘভাতা এখন ৫০ শতাংশ ছাড়িয়েছে। আর এই মহার্ঘ ভাতা বাড়ার কারণে ১ জানুয়ারি ২০২৪ থেকে অবসর নেওয়ার সময় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২৫ লক্ষ টাকা পাবেন গ্র্যাচুইটি (Central Govt Employee) হিসেবে। আগে এই পরিমাণ ছিল ২০ লক্ষ টাকা। এই ২৫ লক্ষ টাকা গ্র্যাচুইটির (Gratuity Hike) উপর কোনো কর দিতে হবে না। তবে বেসরকারি খাতের কর্মীদের জন্য এখনও গ্র্যাচুইটির পরিমাণ সীমা ২০ লক্ষ টাকাতেই স্থির হয়ে আছে।
গ্র্যাচুইটি মিলবে ২৫ লক্ষ টাকা
ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার সম্প্রতি একটি অফিস মেমোরান্ডাম জারি করেছে যেখানে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে সপ্তম পে কমিশনের নিয়মে, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ ছাড়ানোর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, সপ্তম পে কমিশনের নিয়ম অনুসারে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) ২০২১ অনুসারেই এখন সর্বোচ্চ গ্র্যাচুইটির সীমা করা হয়েছে ২৫ লক্ষ টাকা। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই এই বর্ধিত গ্র্যাচুইটির সীমা কার্যকর হবে।
কী এই গ্র্যাচুইটি
গ্র্যাচুইটি আদপে একটি পুরস্কারের মত যা সংস্থায় কাজ করার জন্য কর্মীদের দেওয়া হয়। কর্মীর অবসরের সময়ে দীর্ঘ বছর কোনো সংস্থায় কাজ করলে অথবা সেই সংস্থা ছাড়ার সময় এই গ্র্যাচুইটির টাকা দেওয়া হয় কর্মীকে। তবে ন্যূনতম ৫ বছর কোনো সংস্থায় কাজের পরে সেই সংস্থা ছাড়লেই এই গ্র্যাচুইটি পাওয়া যাবে। গ্র্যাচুইটি কর্মীর গ্রস বেতনের একটি অংশ, কিন্তু এটি নিয়মিত রূপে কর্মীকে দেওয়া হয় না। এককালীন টাকা দেওয়া হয় কর্মীকে। প্রতি বছর ২৪০টি কর্মদিবসের হিসেবে এই গ্র্যাচুইটি গণনা করা হয়, ৫ বছর কাজ করার পরেই এই গ্র্যাচুইটি দেওয়া হয়ে থাকে কর্মীকে।
গ্র্যাচুইটি গণনার নিয়মে বদলের দাবি
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বাজেটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্র্যাচুইটি গণনার নিয়ম বদলানোর আর্জি জানিয়েছে। আগে ১৫ দিনের বেতনের হিসেবে এই গ্র্যাচুইটি গণনা করা হত, এখন এর বদলে ১ মাসের বেতনের ভিত্তিতে এই গ্র্যাচুইটি গণনা করার আর্জি জানানো হয়েছে বহু সংস্থার পক্ষ থেকে।