Success Story: IIT-র ছাত্র, TCS-এ চাকরি দিয়ে জীবন শুরু; এখন ১৬০ কোটি ডলারের মালিক; চেনেন ভরত দেশাইকে ?
Bharat Desai: ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ধনকুবের ভরত দেশাই, আইটি কনসাল্টিং ও আউটসোর্সিং ফার্ম 'সিনটেল'-এর সহ-প্রতিষ্ঠাতা তিনি। একসময় তাঁর নিজের ছোট্ট একটা ঘর থেকেই শুরু হয়েছিল এই কোম্পানির যাত্রাপথ।
Bharat Desai: ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ধনকুবের ভরত দেশাই, আইটি কনসাল্টিং ও আউটসোর্সিং ফার্ম 'সিনটেল'-এর সহ-প্রতিষ্ঠাতা তিনি। একসময় তাঁর নিজের বাড়ির ছোট্ট একটা ঘর থেকেই শুরু হয়েছিল এই কোম্পানির যাত্রাপথ। এখন তাঁর মোট সম্পদের পরিমাণ (Success Story) ভারতীয় মুদ্রায় ১৩,৭৯১ কোটি টাকা। ফোর্বসের তথ্য অনুসারে টিসিএসে একজন প্রোগ্রামার হিসেবে তাঁর যাত্রাপথ শুরু হয় এবং সেখান থেকে কয়েক হাজার কোটির সম্পদ (Bharat Desai) ভরত দেশাইয়ের। এখনকার দিনে উদ্যোগপতি হওয়া একটি ট্রেন্ড হয়ে গিয়েছে, আর চাকরির আরামপ্রদ নিশ্চিন্ত জীবন ছেড়ে নিজের যোগ্যতায় ও দক্ষতায় বিশাল মাপের উদ্যোগপতি হয়ে উঠেছেন তিনি। কীভাবে এত সফল হলেন ভরত দেশাই ?
পড়াশোনা
কেনিয়ায় জন্মগ্রহণ এবং ভারতে বেড়ে ওঠা ভরত দেশাই ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন এবং অ্যাকাডেমিক স্তরে বিপুল দক্ষতা অর্জন করেছিলেন। ১৯৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি আইআইটি বম্বে থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্সে এমবিএ অর্জন করেন তিনি। রতন টাটার সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস (Success Story) সংস্থায় একজন প্রোগ্রামার হিসেবে কাজ শুরু করেন তিনি। এই কোম্পানিতেই তাঁর সাক্ষাৎ হয় নীরজা শেঠির সঙ্গে যিনি পরে ভরত দেশাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাঁর ব্যবসায়িক অংশীদারও হন তিনি।
সিনটেলের জন্ম
১৯৮০ সালে ভরত দেশাই এবং তাঁর স্ত্রী নীরজা শেঠি তাদের চাকরি ছেড়ে মিশিগানের ট্রয় অঞ্চলে তাদের অ্যাপার্টমেন্ট থেকেই নিজস্ব উদ্যোগ চালু করেন। এটি নিঃসন্দেহে একটি সাহসী সিদ্ধান্ত ছিল। আইটি কনসাল্টিং এবং আউটসোর্সিং পরিষেবা প্রদান করে এই সংস্থা।
প্রথম বছরে সিনটেলের সেলস হয় মাত্র ৩০ হাজার ডলার। পরে এই দম্পতির ব্যবসায়িক দক্ষতা সংস্থাকে অন্য মাত্রায় নিয়ে যায়। এখন সিনটেল বিশ্বব্যাপী নানা ক্লায়েন্টকে আইটি পরিষেবা দিয়ে থাকে। ২০১৮ সালে কয়েক দশকের সাফল্যের পরে ফরাসি আইটি সংস্থা অ্যাটোস ৩.৪ বিলিয়ন ডলার মূল্যে এই সংস্থাকে অধিগ্রহণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীনই বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভরত দেশাই এবং নীরজা শেঠি। এই দম্পতির দুই সন্তান রয়েছে, তারা সকলেই এখন ফ্লোরিডার ফিশার দ্বীপে থাকেন।
আরও পড়ুন: Meta Layoff: জুকারবার্গের বড় সিদ্ধান্ত, ৩৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা; বিপদের মুখে এই কর্মীরা