Crorepati Tips: অবসরে হাতে পাবেন ৫০ কোটির ফান্ড, কোন সূত্রে সম্ভব এই বিপুল টাকা ?
Retirement Schemes : এই বিনিয়োগের (Investment) সূত্র মাথায় রাখলে সহজেই অবসরকালে (Retirement Fund) এই বড় তহবিল হাতে পেতে পারেন আপনিও।
Retirement Schemes : সাধারণ চাকরিজীবীদের স্বপ্ন মনে হতে পারে এই তহবিল। সীমিত আয়ের কারণে ৫০ কোটি টাকা তাদের কাছে 'চাদ ছোয়ার সমান'। যদিও এই বিনিয়োগের (Investment) সূত্র মাথায় রাখলে সহজেই অবসরকালে (Retirement Fund) এই বড় তহবিল হাতে পেতে পারেন আপনিও।
কীসের ভিত্তিতে এই প্ল্যান
এটা কোনও কল্পনা নয়, বাস্তব। ধরুন আপনার বয়স ২৩ বছর। চাকরি ক্ষেত্রে সবেমাত্র কাজ শুরু করেছেন আপনি। এই অবস্থায় ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করলে আপনার কর্মজীবন হবে ৩৭ বছরের। সেই ক্ষেত্রে আপনার বেতন প্রতি মাসে ৬০ হাজার টাকা ধরছি আমরা। এর মধ্যে আপনি যদি এসআইপি-এর মাধ্যমে প্রতি মাসে ২২ হাজার টাকা বিনিয়োগ করেন, তবে ১২ শতাংশ চক্রবৃদ্ধি হার অনুযায়ী, ৬০ বছর বয়সের মধ্যে সহজেই ৫০ কোটি উপার্জনের লক্ষ্য অর্জন করতে পারবেন।
কত রাখলে কত পাবেন
এসআইপিতে প্রতি মাসে 22,000 টাকা বিনিয়োগ করলে এটি 2,64,000 টাকা হবে৷ 17% চক্রবৃদ্ধির উপর ভিত্তি করে, আপনার সম্পূর্ণ তহবিল এক বছরে 2,81,000 টাকা হয়ে যাবে। এই ক্ষেত্রে প্রথম বছর থেকেই তহবিলে চক্রবৃদ্ধি হারে সুদ দেখতে পাবেন আপনি। 10 বছর পর ন্যূনতম বেতন বৃদ্ধির উপর ভিত্তি করে আপনি SIP প্রতি মাসে 51,875 টাকা জমা দিতে পারেন। এইভাবে, চক্রবৃদ্ধি করার পরে, আপনার মোট তহবিল হয়ে যাবে 74,23,000 টাকা। 20 বছর পর, আপনার মাসিক SIP হবে 1,34,550 টাকা। ততক্ষণে, আপনার মোট তহবিল 4 কোটি 37 লক্ষ টাকা পৌঁছে যাবে।
৩০ বছর পর ১৯ কোটি ৪৩ লাখ টাকার তহবিল হবে
আপনি যদি আপনার ক্রমবর্ধমান বেতন অনুযায়ী এসআইপি-এর অংশীদারিত্ব বাড়াতে থাকেন, তাহলে 30 বছর পর আপনার মাসিক এসআইপি হবে 3 লাখ 48 হাজার টাকা। 37 বছর পর, আপনি 60 বছর বয়সে, আপনার অবসর গ্রহণের সময় এসআইপি-তে আপনার মাসিক অবদান হবে 6 লাখ 80 হাজার টাকা। একইভাবে, তহবিল 51 কোটি টাকা অতিক্রম করবে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Indian Railways : ট্রেনে শিশুদের জন্য টিকিট ফ্রি, কাদের জন্য হাফ টিকিট ? জেনে নিন রেলের নিয়ম