Russia Ukraine Conflict: রাশিয়া-ইউক্রেন সংঘাতের জের, বাড়বে এইসব জিনিসের দাম
Russia Ukraine Conflict: রাতারাতি বেড়ে যাবে এইসব জিনিসের দাম। জেনে নিন, কোন-কোন পণ্য রয়েছে মূল্যবৃদ্ধির তালিকায়।
Russia Ukraine Conflict: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়তে পারে ভারতের ওপর। রাতারাতি বেড়ে যাবে এইসব জিনিসের দাম। জেনে নিন, কোন-কোন পণ্য রয়েছে মূল্যবৃদ্ধির তালিকায়।
Russia Ukraine War: রিয়েলটর সংস্থা CREDAI-এর মতে, রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্বের প্রভাব পড়বে সিমেন্টের মতো কাঁচামালের ওপর। দ্রুত দাম বৃদ্ধি হবে সিমেন্টের। যার জেরে দাম বাড়বে আবাসন প্রকল্প বা বাড়ি ঘরের। আগামী মাস থেকেই হাউজিং প্রকল্পগুলির দাম বাড়তে পারে।
Russia Ukraine Conflict: বৃহস্পতিবারই এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছেন CREDAI-এর সভাপতি হর্ষবর্ধন পাটোদিয়া। তিনি বলেছেন, "ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে তেলের দাম বেড়েছে। বিশ্বব্যাপী বিপর্যস্ত হয়েছে স্টক মার্কেট। সংকটের মধ্যেই বিশ্বব্যাপী সাপ্লাই চেইন বা সরবরাহের মাধ্যমে সমস্যার সৃষ্টি হয়েছে। যা চিন্তা বাড়িয়েছে বিশ্বের। গত কয়েক মাস ধরেই বিশ্ব বাজারে তেলের দাম বেড়েই চলেছে। যার সরাসরি প্রভাব পড়বে সাপ্লাই চেইনের ওপর। এটি ভারতীয় সিমেন্ট নির্মাতাদের ওপর আরও প্রভাব ফেলবে। কারণ তারা ইতিমধ্যেই কাঁচামাল ও পাওয়ারের ক্রমবর্ধমান ব্যয়ের চাপের মধ্যে ভুগছে।"
Russia Ukraine War: CREDAI-এর মতে, বর্তমানে সিমেন্ট নির্মাতাদের এই যুদ্ধের বোঝা বহন করতে হবে। কারণ তাদের ব্যবসার 60-65 শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরিশোধিত তেলের দামের সাথে যুক্ত। যার প্রভাব রিয়েল এস্টেট শিল্পেও নেমে আসতে বাধ্য। নির্মাণের কাঁচামালের দাম 20-30 শতাংশ বৃদ্ধির কারণে ডেভেলপাররা প্রকল্পের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। এই সেক্টরের সূচক বলছে, আগামী ত্রৈমাসিকে এই যুদ্ধের ফলে দামের প্রভাব সিমেন্ট তথা রিয়েল এস্টেট খাতে পড়তে বাধ্য।
Russia Ukraine Conflict: একইভাবে রাশিয়া অফুরন্ত তেলের ভাণ্ডার। সেই ক্ষেত্রে যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম বাড়ায় প্রভাব পড়বে রং শিল্পে। রাতারাতি বৃদ্ধি পাবে রঙের দাম। অন্তত তেমনই মত বাজার বিশেষজ্ঞদের। সেই কারণে শেয়ার বাজারেও রঙের সঙ্গে জড়িত কোম্পরানিগুলির স্টক বেশি তলানিতে নামতে পারে। সবথেকে বড় বিষয়, আগামী ত্রৈমাসিকে কোম্পানির আর্থিক রিপোর্টে বড় ধাক্কা দেবে রাশিয়া-ইউক্রেনের সংঘাত। যার ফলে রঙের দাম বাড়াতে বাধ্য হবে কোম্পানিগুলি। কাঁচামালের দাম বেশি হওয়ায় এই পথে হাঁটতে হবে রং কোম্পানিগুলিকে।