DA News : ৩% ডিএ বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য 'সুখবর', এই সময় হবে ঘোষণা
Salary News : জিএসটি হার সংস্কারের (GST Reforms) পর এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উৎসবের মরশুমের আগে পাবেন এই খবর। অন্তত তেমনই বলছে সংবাদমাধ্যমের রিপোর্ট।

Salary News : শীঘ্রই আসতে চলেছে সুখবর। সরকারি কর্মীরা পাবেন আরও ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA News)। জিএসটি হার সংস্কারের (GST Reforms) পর এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উৎসবের মরশুমের আগে পাবেন এই খবর। অন্তত তেমনই বলছে সংবাদমাধ্যমের রিপোর্ট।
১.২ কোটিরও বেশি লোক পাবেন সুবিধা
অষ্টম বেতন কমিশন গঠনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করা কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সরকার দীপাবলির আগে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। এই পদক্ষেপ ১.২ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বিরাট স্বস্তি দেবে। রিপোর্ট বলছে, দশেরা বা দীপাবলির আগে কর্মচারীরা এই বর্ধিত আয়ের সুবিধা পাবেন।
তিন মাসের বকেয়া বেতন
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৫৫% থেকে ৩% বৃদ্ধি পেয়ে ৫৮% হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এই বৃদ্ধি জুলাই ২০২৫ থেকে কার্যকর বলে বিবেচিত হবে, তাই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অক্টোবরের বেতন ও পেনশনের সঙ্গে যুক্ত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসের বকেয়া বেতনও পাবেন।
অক্টোবরের প্রথম সপ্তাহে ৩% ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। সরকার এমন সময়ে এটি ঘোষণা করবে, যাতে উৎসবের মরশুমে কর্মচারী ও পেনশনভোগীরা কিছুটা স্বস্তি পেতে পারেন।
বছরে ২ বার হয় এই সংশোধন
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে সরকার বছরে দুবার মহার্ঘ্য ভাতা (ডিএ) সংশোধন করে, যা ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে কার্যকর করা হয়। যদিও এর বৃদ্ধি বছরে দুবার ঘোষণা করা হয় - ফেব্রুয়ারি-মার্চ এবং সেপ্টেম্বর-অক্টোবরে। এই বছর মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে, ২০২৫ সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৩-৪ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এটি মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কর্মচারীদের মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে।
কী নিয়ম মেনে করা হয় এই বৃদ্ধি ?
শিল্প শ্রমিকদের জন্য ডিএ বৃদ্ধির হিসাব করা হয় উপভোক্তা মূল্য সূচক - CPI-IW এর ভিত্তিতে, যা প্রতি মাসে শ্রম ব্যুরো প্রকাশ করে।
৫৮ শতাংশ ডিএ
সরকার গত ১২ মাসের CPI-IW তথ্যের গড় গ্রহণ করে এবং সপ্তম বেতন কমিশনের অধীনে একটি বিশেষ সূত্র ব্যবহার করে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির হিসাব করে। এটিকে এভাবে বুঝুন - জুলাই ২০২৪ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত CPI-IW গড় ছিল ১৪৬.৩। এই ভিত্তিতে, বর্তমান ডিএ ৫৫ শতাংশ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮ শতাংশ হবে।






















