Debit Card: দৃষ্টিহীনদের জন্য বড় সুবিধে দেবে এই সরকারি ব্যাঙ্ক, আসবে নয়া ডেবিট কার্ড
PNB Debit Card: দৃষ্টিহীন গ্রাহকদের সুবিধে দিতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) নিয়ে আসছে এক বিশেষ ধরনের ডেবিট কার্ড। একে নাম দেওয়া হয়েছে 'পিএনবি অন্তঃদৃষ্টি ব্রেইল ডেবিট কার্ড'।
![Debit Card: দৃষ্টিহীনদের জন্য বড় সুবিধে দেবে এই সরকারি ব্যাঙ্ক, আসবে নয়া ডেবিট কার্ড Debit Card PNB to launch braille debit card for visually impaired customers Debit Card: দৃষ্টিহীনদের জন্য বড় সুবিধে দেবে এই সরকারি ব্যাঙ্ক, আসবে নয়া ডেবিট কার্ড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/14/6509f1755cefe622b643ca98922955f61723640542970900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Punjab National Bank: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তালিকায় দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবার একটি বড় পদক্ষেপ করতে চলেছে। দৃষ্টিহীন গ্রাহকদের সুবিধে দিতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) নিয়ে আসছে এক বিশেষ ধরনের ডেবিট কার্ড। একে নাম দেওয়া হয়েছে 'পিএনবি অন্তঃদৃষ্টি ব্রেইল ডেবিট কার্ড' (PNB Antah Drishti Braille Debit Card)। দৃষ্টিহীন গ্রাহকদের জন্যই বিশেষভাবে তৈরি করা হবে এই কার্ড (Debit Card)।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একটি বিবৃতিতে জানিয়েছে যে, কনট্যাক্টলেস ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (NCMC) গোত্রের এই ডেবিট কার্ড এখন থেকে রুপে নেটওয়ার্কেই কেবলমাত্র পাওয়া যাবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে এই নতুন ধরনের ডেবিট কার্ডের মাধ্যমে তারা ইনক্লুসিভ ব্যাঙ্কিং কাঠামোকে আরও প্রসারিত করতে পারবে এবং এর মাধ্যমে আর্থিক উপলব্ধতা বজায় থাকবে। এই উদ্যোগ আরও বেশি করে আর্থিক স্বাবলম্বিতাকে প্রাধান্য দেবে এবং দৃষ্টিহীনদের জন্য জীবনধারণের সাধারণ উপকরণ আরও সহজতর করে তুলবে। তারা নিজেরাই নিজেদের আর্থিক কাজকর্ম অনেক সহজে সামলাতে পারবেন।
যে সমস্ত দৃষ্টিহীন ব্যক্তির পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট আছে, তাদের জন্য এই কার্ড দেওয়া হবে। এই বিশেষ কার্ডের মাধ্যমে দৈনিক ২৫ হাজার টাকা সর্বোচ্চ তুলতে পারবেন গ্রাহক, একইসঙ্গে পিওএস থেকে লেনদেনে সর্বোচ্চ মাত্রা রয়েছে ৬০ হাজার টাকা।
ব্রেইল আসলে এমন এক ধরনের বিশেষ লিপি পদ্ধতি যার মাধ্যমে দৃষ্টিহীনরা স্পর্শের মাধ্যমে কিছু পড়তে বা অনুধাবন করতে পারেন। একইভাবে এই বিশেষ ডেবিট কার্ডেও পিএনবি অর্থাৎ ব্যাঙ্কের নাম ব্রেইল পদ্ধতিতে লেখা আছে যাতে গ্রাহক হাত দিয়ে ছুঁয়ে বুঝতে পারেন এটি পিএনবির এটিএম কার্ড কিনা। আবার একইসঙ্গে কার্ডের পিছনে একটি গোল আঁচড় কাটা আছে যা থেকে বোঝা যাবে ঠিক কোন দিকে মেশিনে এই কার্ড ঢোকাতে হবে।
কিছুদিন আগেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছিল যে, ১২ অগাস্টের মধ্যেই সকল গ্রাহককে নতুন করে কেওয়াইসি করাতে হবে তাদের অ্যাকাউন্টে। নাহলে অ্যাকাউন্টে লেনদেন করা যাবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Income Tax: এক টাকাও কর দিতে হত না নাগরিকদের, করের বোঝা শূন্য করতে চেয়েছিলেন অর্থমন্ত্রী ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)