Dell Layoff: ডেলে বড় ছাঁটাই, ৬০০০ কর্মীকে সরিয়েছে কোম্পানি , ভারতে কাদের চাকরি গেল ?
Business News: কোম্পানির এক্সচেঞ্জ ফাইলিংয়ের তথ্য বলছে, এখন ডেলের মাত্র 1.20 লাখ কর্মী রয়েছে। আরও খারাপ খবর আসবে ?
Business News: কম্পিউটার প্রস্তুতকারী কোম্পানি ডেল (Dell Laptops) প্রায় 6000 জন কর্মী ছাঁটাইয়ের (Dell Layoffs) সিদ্ধান্ত নিয়েছে। এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানানো ডেলের তথ্য় থেকেই এই খবর জানা গেছে। কম্পিউটার ও ল্যাপটপ উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোট ১.২৬ লাখ কর্মী কাজ করেন। কোম্পানির এক্সচেঞ্জ ফাইলিংয়ের তথ্য বলছে, এখন ডেলের মাত্র 1.20 লাখ কর্মী রয়েছে।
গত ২ বছরে কমেছে কম্পিউটার বিক্রি
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডেল তার ফাইলিংয়ে জানিয়েছে- প্রায় ২ বছর ধরে কম্পিউটারের প্রতি মানুষের আগ্রহ কমেছে। সেই কারণে বিক্রি ক্রমাগত কমছে। তাই তাদের চাকরি ছাঁটাইয়ের পথে হাঁটতে হয়েছে। চাহিদা কমে যাওয়ায় কোম্পানিটির রাজস্ব কমেছে ১১ শতাংশ। গত মাসে ঘোষিত ত্রৈমাসিক ফলাফলে এটি নিশ্চিত করা হয়েছে। রাজস্ব কমে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছিল ডেল। তাই তাদের ছাঁটাইয়ের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
ডেল চলতি বছরে ভালো বিক্রির আশা করছে
কোম্পানি তার এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে, ব্যক্তিগত কম্পিউটার সহ তার ক্লায়েন্ট সলিউশন ব্যবসা এই বছর বৃদ্ধি পেতে পারে। চাহিদা কমে যাওয়া তাদের সমস্যা হয়েছে । তবুও বিক্রি বাড়ানোর ব্যাপারে আশাবাদী কোম্পানি। ডেল বলেছে, এটি 2025 অর্থবছরে কম্পিউটারের দাম ঠিক রেখে এগিয়ে যাবে। এটি তাদের রাজস্ব বাড়াতে সাহায্য করবে।
যারা বাড়ি থেকে কাজ করছেন তাদের প্রোমোশন হবে না
সম্প্রতি ডেল তার কর্মীদের বলেছে, বাড়ি থেকে কাজ চালিয়ে যেতে পারেন কর্মীরা, তবে তাদের পদোন্নতি দেওয়া হবে না। সংস্থাটি তাদের কর্মীদের কমপক্ষে তিন দিন অফিস থেকে কাজ করতে বলেছে। কোভিড আসার আগেই ডেলে হাইব্রিড কাজের নীতি কার্যকর ছিল। এ কারণে এ সিদ্ধান্ত নিয়ে কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
গত বছর বিশ্ব অর্থনীতিতে মন্দার আবহে প্রচুর কোম্পানির কর্মী কাজ হারিয়েছেন। মূলত, ইউক্রেন -রাশিয়া যুদ্ধ থেকেই প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে। পরে এই মন্দায় নতুন করে বিপদ ডেকে আনে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। যে কারণে অনেক টেক কোম্পানি তাদের কর্মী ছাঁটাই শুরু করে। পরে অভশ্য এই এআই-এর কারণেই ফের নিয়োগ শুরু হয়েছে বহু প্রযুক্তি কোম্পানিতে। ভারতেও এর প্রভাব পড়ে। চাকরি খোয়াতে হয় বহু কর্মীকে।
Multibagger Stock: ১ লাখ বেড়ে হয়েছে ২৪ লক্ষ টাকা, এই পেনি স্টক দিয়েছে সেরার সেরা রিটার্ন