Demat Account: শেয়ারে লগ্নির ক্ষেত্রে করতেই হবে এই কাজ, মাথায় রাখুন এই বিষয়গুলি
Demat Account: ডিম্যাট অ্যাকাউন্ট খোলা ছাড়াও ব্রোকারেজ চার্জ বিভিন্ন ফার্মের ক্ষেত্রে আলাদা হয়।আজকাল বেশিরভাগ বিনিয়োগকারী বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলছেন।
Demat Account: অনেকেই ডিম্যাট অ্যাকাউন্ট সম্পর্কে শুনলেও এর বিষয়ে কিছুই জানেন না। শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য খুলতে হয় এই ডিম্যাট অ্যাকাউন্ট। স্টক মার্কেটে ট্রেডিং ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া হয় না। জেনে নিন শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াও মাথায় রাখতে হয় এই বিষয়গুলি।
ব্রোকারেজ ও লেনদেনের চার্জ : ডিম্যাট অ্যাকাউন্ট খোলা ছাড়াও ব্রোকারেজ চার্জ বিভিন্ন ফার্মের ক্ষেত্রে আলাদা হয়।আজকাল বেশিরভাগ বিনিয়োগকারী বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলছেন। যদিও ইক্যুইটি ক্রয়-বিক্রয়ের জন্য আপনাকে লেনদেন ফি চার্জ করা হতে পারে।
এই জিনিসগুলি পরীক্ষা করুন : ডিম্যাট অ্যাকাউন্ট ফি, বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ, লেনদেন ফি সব ব্রোকারেজ ফার্মের ক্ষেত্রে আলদা হতে পারে। এদের মধ্যে একটি বড় পার্থক্য
থাকাটাই স্বাভাবিক। এক-একটি ফার্ম এক একধরনের চার্জ করে।
ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট : এই ক্ষেত্রে আপনি যদি ব্রোকারের থেকে 2-ইন-1 ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট পান তা সবথেকে কাজে দেবে। ট্রেডিং অ্যাকাউন্ট ছাড়া ডিম্যাট
অ্যাকাউন্ট অসম্পূর্ণ।মনে রাখবেন, আপনি একটি ডিম্যাট অ্যাকাউন্টে শুধুমাত্র ডিজিটাল আকারে শেয়ার রাখতে পারেন।একটি ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে, আপনি শেয়ার, আইপিও, মিউচুয়াল ফান্ড এবং এমনকী সোনাতে বিনিয়োগ করতে পারেন। এর পরে আপনি তাদের ডিম্যাট অ্যাকাউন্টও রাখতে পারেন।
পোর্টফোলিওর তথ্য প্রয়োজন : কিছু ব্রোকারেজ হাউস আপনাকে সময়ে সময়ে আপনার পোর্টফোলিওর তথ্য দেয়।এটি বিনিয়োগ থেকে আপনি যে রিটার্ন পাবেন তার ট্র্যাক
রাখতে সাহায্য করে।
কানেকশন গুরুত্বপূর্ণ
এই ক্ষেত্রে ব্যবসার জন্য ফোন ও ইন্টারনেট উভয়ই ব্যবহার করা যেতে পারে।ব্রোকারেজ হাউস দুটি সুবিধার মধ্যে কোনটি প্রদান করে তা জানা গুরুত্বপূর্ণ।এখন অবশ্য বেশিরভাগ ব্রোকারেজ হাউস উভয় সুবিধাই অফার করে।
আরও পড়ুন : LIC Scheme: বার-বার পাবেন টাকা, কী বিশেষ সুবিধা দিচ্ছে LIC-র এই স্কিম
ATM Transaction Charges: নতুন বছরে বদলে গেল নিয়ম, এটিএম থেকে টাকা তুলতে জেনে নিন এই বিষয়