এক্সপ্লোর
LIC Scheme: বার-বার পাবেন টাকা, কী বিশেষ সুবিধা দিচ্ছে LIC-র এই স্কিম
LIC-র এই যোজনা দিচ্ছে বাম্পার বেনিফিট, জানুন কী আছে পলিসিতে ?
1/9

LIC Dhan Rekha plan : বিমার পাশাপাশি পাবেন সুরক্ষিত আর্থিক সুবিধা। এই প্ল্যানে বিনিয়োগ করলে সুবিধা পাবেন লগ্নিকারী ও পরিবার। গত ১৩ ডিসেম্বর এমনই একটি প্ল্যান এনেছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)। নতুন পলিসির নাম 'ধন রেখা প্ল্যান' (LIC Dhan Rekha plan)৷
2/9

LIC Dhan Rekha plan : লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)-র দাবি, তাদের এই যোজনায় বিনিয়োগ করলে পলিসি হোল্ডার নিশ্চিতভাবে সব সুবিধা পাবেন। এককথায় তাদের এই পলিসি 'fully guaranteed'প্ল্যান। ইচ্ছুক বিনিয়োগকারীরা এই পলিসির বিষয়ে বিস্তারিত জানতে LIC-র অফিশিয়াল ওয়েবসাইটে licindia.in-এ লগ ইন করতে পারেন।
Published at : 02 Jan 2022 12:42 AM (IST)
আরও দেখুন






















