Diwali Shopping Scam: উৎসবের মরসুমে এইভাবে করুন ডিজিটাল পেমেন্ট, নতুবা টাকা হারাবেন !
Online Scam: সেই ক্ষেত্রে একবার ঠগদের ফাঁদে পা দিলেই উধাও হবে আপনার টাকা। যা নিয়ে গ্রাহকদের সতর্ক করল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।
Online Scam: উৎসবের মরসুমে (Diwali 2024) আপনার সঙ্গেও হতে পারে এই প্রতারণা (Diwali Shopping Scam)। চটকদার ডিল পেতে প্রচুর অফার আসতে পারে আপনার কাছে। সেই ক্ষেত্রে একবার ঠগদের ফাঁদে পা দিলেই উধাও হবে আপনার টাকা। যা নিয়ে গ্রাহকদের সতর্ক করল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।
NPCI ক্রেতাদের নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখার পরামর্শ দেয়:
১ অনিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করা এড়িয়ে চলুন: ওপেন ওয়াই-ফাই নেটওয়ার্ক যেমন- শপিং মল হ্যাকারদের প্রধান নিশানায় থাকে। এনপিসিআই ক্রেতাদের অসুরক্ষিত নেটওয়ার্কের মাধ্যমে আর্থিক লেনদেন করার বিষয়ে সতর্ক করেছে। সংস্থা মতে সংবেদনশীল আর্থিক তথ্য এখান থেকে সবার কাছে চলে যেতে পারে।
২ শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন: অনেক ব্যবহারকারী সাধারণ বা ডিফল্ট পাসওয়ার্ডের উপর নির্ভর করে থাকেন। যা হ্যাকারদের জন্য সুখকর হয়। NPCI নিরাপত্তা বাড়াতে প্রতিটি অ্যাকাউন্টের জন্য শক্তিশালী, অনন্য পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দেয়।
৩ কম দাম দেখেই কিনবেন না
অনেক সময় ওয়েবসাইটগুলি কম দাম দেখায় প্রচারের জন্য। কিন্তু ঢুকলে সেই দাম বেশি দেখায়। সেই ক্ষেত্রে আসল দাম দেখে অন্য সাইটগুলিতে আরও কম পাচ্ছেন কিনা যাচাই করুন। তারপরই অর্ডার দিন।
৪ প্রোডাক্টে রিটার্ন- রিফান্ড আছে কিনা দেখে নিন
অনেক প্রোডাক্টে রিটার্নের সুবিধা দেওয়া থাকে না। কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এগুলি দেখায় । তাই আগে রিটার্ন ও রিফান্ডের সুবিধা আছে কিনা দেখেই অর্ডার করুন। না হলে বাজে প্রোডাক্টে হাতে পেয়েও রিটার্ন বা রিফান্ডের সুবিধা পাবেন না।
৫ সাইট আসল কিনা আগে দেখে নিন
কেনাকাটা করার আগে, নিশ্চিত করুন যে আপনি একটি নামী ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করছেন। ওয়েবসাইটের নিরাপত্তা সূচকগুলি পরীক্ষা করুন, যেমন "https://" এবং ঠিকানা বারে একটি প্যাডলক আইকন৷ ওয়েবসাইটের নির্ভরযোগ্যতা যাচাই করতে গ্রাহকদের রিভিউ রেটিং দেখে নিন।
৬ প্রোডাক্ট নকল নয় তো
এই ক্ষেত্রে ফ্লিপকার্ট বা অ্যামাজন অ্যাসিওরড বলে পাশে লেখা দেখে নিন। অনলাইন প্লাটফর্ম প্রোডাক্ট নিশ্চিত করলে আপনিও অনেকটাই সুরক্ষিত মনে করবেন। তবে এই ক্ষেত্রেও প্রোডাক্টের ওপর একশো শতাংস নিশ্চিত হবেন না। প্রোডাক্ট পাওয়াকর পর তা কিউআর কোড দিয়ে যাচাই করুন।
৭ কীভাবে টাকা দেবেন, গোপনীয়তা বজায় রাখুন
এই ক্ষেত্রে লেনদেনের জন্য ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করুন। অননুমোদিত লেনদেনের ঝুঁকি কমাতে ই-কমার্স সাইটে টাকার লেনদেনের বিবরণ সংরক্ষণ করা এড়িয়ে চলুন। ই-কমার্স সাইটগুলি লেনদেনের জন্য যা প্রয়োজন তার বাইরেও ব্যক্তিগত বিবরণের জন্য অনুরোধ করতে পারে। অত্যধিক ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।
৮ ফিশিং স্ক্যাম থেকে সতর্ক থাকুন
উৎসবের মরসুমে ফিশিং স্ক্যাম বেড়ে যায়। সন্দেহজনক ইমেল বা বার্তাগুলিতে ক্লিক করা এড়িয়ে চলুন। ইমেলের লিঙ্কগুলিতে ক্লিক না করে সরাসরি আপনার ব্রাউজারের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটগুলি দেখুন। সেখান থেকেই কিনুন।
Dhanteras 2024: দীপাবলিতে গাড়ি কিনবেন ! কোন ব্যাঙ্ক দিচ্ছে সবথেকে কম সুদে ঋণ ?