Donald Trump: 'আমেরিকার ক্ষতি চাইলে...' বিপুল কর চাপানো হবে ভারতের উপরে ! হুমকি দিচ্ছেন ট্রাম্প ?
Donald Trump on India Tariff: ওয়াশিংটনের কোষাগার ভরাতে (India Tariff) এই সমস্ত দেশগুলির উপরে কর চাপানোর কথা বলেছেন ট্রাম্প। ভারতের উপর কি তবে ঝুলছে করের খাঁড়া ?

India Tariff: দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের পদে অভিষেক হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। আর এই দ্বিতীয়বার অভিষেক হওয়ার পরেই ভারত, চিনের বিরুদ্ধে হুমকি দিয়েছেন ট্রাম্প। সোমবার একটি ভাষণে দৃপ্ত কন্ঠে ট্রাম্প ঘোষণা করেন যে সমস্ত দেশ (Donald Trump) আমেরিকার ক্ষতি চাইবে, তাদের উপরে বিপুল কর চাপানো হবে। আর এই প্রসঙ্গে ভারত, চিন এবং ব্রাজিলকেও হুমকির নিশানা করেছেন তিনি। ওয়াশিংটনের কোষাগার ভরাতে (India Tariff) এই সমস্ত দেশগুলির উপরে কর চাপানোর কথা বলেছেন ট্রাম্প। ভারতের উপর কি তবে ঝুলছে করের খাঁড়া ?
ফ্লোরিডায় হাউজ রিপাবলিকানে দাঁড়িয়ে সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেন, 'বাইরের দেশের উপরে আমরা কর চাপাতে চাইছি। আর যে সমস্ত বাইরের দেশের মানুষ আমাদের ক্ষতি চাইছেন, তাদের উপর সবার আগে কর চাপানো হবে। তারা আমাদের ক্ষতি চাইছেন ঠিকই, কিন্তু আদপে তারা তাদের দেশের ভাল চাইছেন। অন্যরা কী করছে একবার দেখুন। চিন তো বিপুল কর চাপিয়েছে। ভারত, ব্রেজিলও পিছনে নেই। আর আমরাও এবার থেকে সেটা হতে দিতে চাইছি না। এবার কর চাপানোর তালিকায় আমেরিকা থাকবে সবার প্রথমে।' ডোনাল্ড ট্রাম্প সর্বসমক্ষেই জানিয়েছেন যে এমন একটি ব্যবস্থা তিনি করবেন যাতে সমস্ত টাকা এসে জড়ো হয় মার্কিনি কোষাগারে আর আমেরিকা আবার বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়। ট্রাম্প জানিয়েছেন যে এবার সেই সিস্টেমে ফেরার সময় যা তাদের আরও ধনী করে তুলবে।
ট্রাম্প বলেন, 'আপনি যদি কর দিতে না চান, তাহলে আমেরিকায় আপনার কারখানা স্থাপন করতে হবে। পরবর্তী খুব কম সময়ের মধ্যে আমরা অনেক বেশি প্ল্যান্ট তৈরি করতে যাচ্ছি। যা আগে কেউ কল্পনাও করেনি। সেখানে থাকবে ইনসেনটিভ, কোনো কর দিতে হবে না তাদের।' এর আগে ট্রাম্প বলেছেন, '' যদি ব্রিকস দেশগুলি মার্কিন ডলারের পরিবর্তে অন্য় কোনও মুদ্রায় নেলদেনের পদক্ষেপ নেয় তাহলে মুশকিল হবে। ব্রিকস দেশগুলি এরকম কিছু করে, তবে আমরা তাদের সঙ্গে যে ব্যবসায় কমপক্ষে ১০০ শতাংশ শুল্ক বসাব।" বর্তমান বিশ্বে অন্যান্য উন্নয়নশীল দেশগুলি বিশ্বব্যাপী অর্থনীতিতে আমেরিকার আধিপত্য নিয়ে বিরক্ত। সেই কারণেই আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মুদ্রা চাইছে উন্নয়নশীল দেশগুলি।






















