Electric Bikes In India: এই ইলেকট্রিক বাইকগুলির রেঞ্জ 180 কিমি, সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিমি
Electric Bikes In India: আপনি যদি বাইক কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমরা আপনাকে দেব ইলেকট্রিক বাইকের গুরুত্বপূর্ণ তথ্য। এখানে ইলেকট্রিক বাইকের রেঞ্জ, টপ স্পিড ও দাম সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন।
Electric Bikes In India: আপনি যদি বাইক কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমরা আপনাকে দেব ইলেকট্রিক বাইকের গুরুত্বপূর্ণ তথ্য। এখানে ইলেকট্রিক বাইকের রেঞ্জ, টপ স্পিড ও দাম সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন।
Odysse Evoqis: এটি একটি বৈদ্যুতিক বাইক যা একবার চার্জে 140 কিলোমিটার যেতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 80 কিলোমিটার। এর ওজন 150 কেজি। একবার ফুল চার্জ হতে 6 ঘণ্টা সময় লাগে এই বাইকের। এটি 5টি রঙে পাওয়া যায়। এর এক্স-শোরুম দাম 1,58,349 টাকা।
Revolt RV 300: এটি একটি বৈদ্যুতিক বাইক ও একবার চার্জে 180 কিলোমিটার যেতে পারে এই টু-হুইলার। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত। এর ওজন 101 কেজি। একবার সম্পূর্ণ চার্জ হতে 4 ঘণ্টা 20 মিনিট সময় লাগে। এটি 2টি রং ও একটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর দাম 1,04,019 টাকা এক্স-শোরুম।
Tork Kratos: এটি একটি বৈদ্যুতিক বাইক ও একবার চার্জে 120 কিলোমিটার যেতে পারে এই বাইক। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 100 কিলোমিটার। এর ওজন 140 কেজি। একবার ফুল চার্জ হতে 4-5 ঘণ্টা পর্যন্ত সময় লাগে এই বাইকের। এটি 4টি রং ও 2টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এর দাম 1,22,582 টাকা থেকে 1,31,749 টাকা এক্স-শোরুম।
Revolt RV 400: এটি একটি বৈদ্যুতিক বাইক ও এক চার্জে 150 কিলোমিটার যেতে পারে এই টু-হুইলার। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার। এর ওজন 108 কেজি। একবার সম্পূর্ণ চার্জ হতে 4 ঘণ্টা 30 মিনিট সময় লাগে এই বাইকের। 2টি ভ্যারিয়েন্টে পাওয়া যায় এই বাইক। এর দাম 1,16,027 টাকা থেকে 1,24,677 টাকা এক্স-শোরুম।