Jhargram News : ৫ বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক। বেলপাহাড়ির পর এবার কাঁকড়াঝোড়ে বাঘ
ABP Ananda LIVE : বেলপাহাড়ির পর এবার কাঁকড়াঝোড়ে বাঘ। ৫ বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক। ওড়িশার সিমলিপাল থেকে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গলে ঢোকে যমুুনা নামে ওই বাঘিনী। গলায় লাগানো রেডিও কলারের মাধ্যমে জানা যায়, গতকাল দিনভর বেলপাহাড়িতে কাটিয়ে সন্ধেয় এলাকা ছাড়ে বাঘিনী যমুনা। আজ সকালে কাঁকড়াঝোরের ময়ূরঝর্ণার জঙ্গলে তার সন্ধান মেলে। বন দফতর সূত্রে খবর, মহারাষ্ট্র থেকে বেশ কয়েকটা বাঘ সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে যমুনা ও জিনাত নামে দুটি বাঘিনী পালায়। এর মধ্যে জিনাতের খোঁজ মেলে ঝাড়খণ্ডে। আর যমুনা পাড়ি দেয় বাংলায়। সেই যমুনারই খোঁজ মিলেছে ঝাড়গ্রামে। গ্রামবাসীদের সতর্ক করছে বন দফতর। ওড়িশা ও বাংলা, দুই রাজ্যের বন দফতরের কর্মীরাই নজরদারি চালাচ্ছেন
ভরা পৌষে বর্ষার আমেজ। গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় কলকাতা থেকে শুরু করে জেলা। আজ রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে ১০ জেলা এবং উত্তরের দুই জেলায় বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বাকি জেলাতে হালকা বৃষ্টি। উত্তরে দুই জেলায় হালকা বৃষ্টি। তবে কাল আর বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। উত্তরে কাল দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টি হবে না। কাল পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা।



















