Bangladesh : ফের হিন্দুদের উপর হামলা, প্রাণ গেল পুরোহিতের।'কবে থামবে এই হিংসা?', উদ্বেগে রাধারমণ দাস
ABP Ananda Live : বাংলাদেশে ফের হিন্দুদের উপর হামলা, এবার পুরোহিত খুন! বাংলাদেশের নাটোরে শ্মশানকালী মন্দিরের সেবায়েত খুন। হাত-পা বাঁধা অবস্থায় কাশিমপুরে পুরোহিতের দেহ উদ্ধার। বাংলাদেশের নাটোরে লুঠপাটের পর সেবায়েতকে খুন । ডাকাতির নামে বেছে বেছে হিন্দুদের উপরে হামলার অভিযোগ। ভাণ্ডার ঘরে লুঠপাট, ডাকাতি বলে দাবি বাংলাদেশ পুলিশের: সূত্র। 'কবে থামবে এই হিংসা?', উদ্বেগে রাধারমণ দাস।
ভরা পৌষে বর্ষার আমেজ। গতকাল রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় কলকাতা থেকে শুরু করে জেলা। আজ রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে ১০ জেলা এবং উত্তরের দুই জেলায় বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বাকি জেলাতে হালকা বৃষ্টি। উত্তরে দুই জেলায় হালকা বৃষ্টি। তবে কাল আর বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। উত্তরে কাল দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টি হবে না। কাল পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা।