Twitter Next CEO: মাস্ক সরছেন, এক মহিলার হাতে যাবে ট্যুইটারের লাগাম !
Business News: দীর্ঘ জল্পনায় ইতি টানতে চলেছেন। শেষমেশ ট্যুইটারের সিইও পদে এক মহিলার নাম ঘোষণা করতে চলেছেন এলন মাস্ক।
Business News: দীর্ঘ জল্পনায় ইতি টানতে চলেছেন। শেষমেশ ট্যুইটারের সিইও পদে এক মহিলার নাম ঘোষণা করতে চলেছেন এলন মাস্ক। রিপোর্ট বলছে, শীঘ্রই হতে পারে এই ঘোষণা।
Twitter CEO: ৬ মাসের মধ্য়েই কাজ শুরু করবেন নতুন সিইও
নতুন সিইওর জন্য টুইটারের অনুসন্ধান শেষ হয়েছে বলে মনে করা হচ্ছে। নিজেই সেই কথা ঘোষণা করেছেন এলন মাস্ক। কোম্পানির বর্তমান প্রধান জানিয়েছেন, টুইটারের নতুন সিইও পাওয়া গেছে, তিনি ৬ মাসের মধ্যে কাজ শুরু করবেন। মাস্ক জানিয়েছেন, টুইটারের দায়িত্ব একজন মহিলার হাতে তুলে দেওয়া হবে। যদিও নাম নিয়ে কোনও ইঙ্গিত দেননি তিনি। শোনা যাচ্ছে, এনবিসি ইউনিভার্সালের প্রধান লিন্ডা ইয়াকারিনো সিইওর দৌড়ে এগিয়ে রয়েছেন।
Elon Musk Update: ওয়াল্ট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এলন মাস্ক শীঘ্রই টুইটারের পদ থেকে পদত্যাগ করবেন। তার জায়গায় লিন্ডা ইয়াকারিনোকে সিইও হিসেবে বেছে নেওয়া হয়েছে। মাস্ক কোম্পানির চিফ এক্সিকিউটিভ চেয়ারম্যান ও চিফ টেকনিক্যাল অফিসার হিসাবে কোম্পানিতে বহাল থাকবেন।
Twitter CEO: লিন্ডা ইয়াকারিনো কে ?
লিন্ডা ইয়াকারিনো ২০১১ সাল থেকে এনবিসি ইউনিভার্সালের সাথে যুক্ত। তিনি কোম্পানির গ্লোবাল এইড অ্যান্ড পার্টনারশিপে প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। লিন্ডা ইয়াকারিনো হলেন NBC ইউনিভার্সালের টপ অ্যাডভার্টাইজিং সেলস এক্সিকিউটিভ। এর আগে লিন্ডা বিনোদন ও ডিজিটাল বিজ্ঞাপন বিভাগেও কাজ করেছেন। লিন্ডা টার্নারে ১৯ বছর ধরে কাজ করেছেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিইও, বিজ্ঞাপনের প্রধান হিসাবে কাজ করেছেন। পেন স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা সেরেছেন লিন্ডা। লিবারেল আর্টস ও টেলি কমিউনিকেশন পাঠ্য় বিষয় ছিল তাঁর। মনে করা হচ্ছে, ট্যুইটারের মতো মাইক্রো ব্লিগং প্লাটফর্মে তাই লিন্ডাকেই বেছে নিতে চাইছেন মাস্ক।
টুইটারের সিইও হওয়ার স্বপ্ন !
বিজনেস ইনসাইডার রিপোর্ট বলছে, লিন্ডা ইয়াকারিনো তার বন্ধুকে বলেছেন, তিনি টুইটারের সিইও হতে চান। তারা বহুবার এলন মাস্কের নীতির প্রশংসা করেছেন। মাস্ক ঘনিষ্ঠরা তাই এই অবস্থায় লিন্ডাকেই এগিয়ে রাখছেন। সব ঠিকঠাক চললে টুইটারের পরবর্তী সিইও পদে এলন মাস্কের জায়গা নেবেন লিন্ডা ইয়াকারিনো।
Elon Musk Update: অক্টোবরে ট্যুইটার কিনে নেন মাস্ক
গত বছরের অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছিলেন এলন মাস্ক। তারপরে কোম্পানিতে শুরু হয় অনেক পরিবর্তন। টুইটার কর্মীদের বরখাস্ত করা থেকে শুরু করে এলন মাস্ক নীল টিক ইত্যাদির জন্যও টাকা নেওয়া শুরু করেছেন।