Employment Scam: ২২ জন ভুয়ো কর্মী নিয়োগ, ৮ বছর ধরে সংস্থার ১৯ কোটি আত্মসাৎ HR-এর; বড় জালিয়াতি প্রকাশ্যে
HR Commits Scam in This Company: চিনের সাংহাই শহরের এই সংস্থায় ঘটেছে এই জালিয়াতি। এইচআর ম্যানেজারের নাম ইয়াং, তিনি এই টেক সংস্থার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এবং নিয়োগের ব্যাপার সামলাতেন নিজে হাতে।

Big Scam Exposed: নিজের সংস্থা থেকেই ১৯ কোটি টাকা আত্মসাৎ করেছে এইচআর ! ৮ বছর ধরে চলেছে জালিয়াতি, ২২ জন ভুয়ো কর্মী নিয়োগ (Employment Scam) করেছিলেন এই এইচআর। আর তাদের নামেই বেতন, অবসরকালীন অ্যালাউয়েন্স পাঠিয়ে সেই টাকা পরোক্ষে আসত তার অ্যাকাউন্টেই। সংস্থার কর্মী (Big Scam Exposed) হয়ে সংস্থার সঙ্গেই জালিয়াতি। ২০২২ সালেই ধরা পড়েন এই ব্যক্তি।
কীভাবে হল এই জালিয়াতি
চিনের সাংহাই শহরের এই সংস্থায় ঘটেছে এই জালিয়াতি। এইচআর ম্যানেজারের নাম ইয়াং, তিনি এই টেক সংস্থার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এবং নিয়োগের ব্যাপার সামলাতেন নিজে হাতে। তিনি নজর করেন যে সংস্থায় এই বিষয় নিয়ে খুব একটা নজরদারি চলে না। তার উপরেই কর্মী নিয়োগের পূর্ণ স্বাধীনতা রয়েছে, এমনকী সেই কর্মীদের বেতন দেওয়ারও পূর্ণ স্বাধীনতা রয়েছে তাঁরই উপরে।
আর এরই সুযোগ নিয়ে তিনি সুন নামের একটি ভুয়ো কর্মীর প্রোফাইল তৈরি করেন। ইয়াং নিজে এই ব্যক্তির নামে বেতনের জন্য আবেদন করেন। আর বেতনের টাকা তার নামের এবং তার নিয়ন্ত্রণাধীন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। যখন লেবার সার্ভিস সংস্থা তদন্তে আসে যে সুন নামের এই কর্মীর বেতন না পাওয়া নিয়ে, তখন ইয়াং সংস্থাকে দায়ী করেন এর জন্য।
৮ বছর ধরে চলেছে এই জালিয়াতি
তদন্তে জানা যায় ইয়াং নামের এই এইচআর ম্যানেজার ব্যক্তিটি ২০১৪ সাল থেকে মোট ২২টি এরকম ভুয়ো কর্মীর প্রোফাইল তৈরি করেছিলেন। আর এই ভুয়ো কর্মীদের নামে তিনি সংস্থার থেকে আত্মসাৎ করেছেন ১৬ মিলিয়ন ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৯ কোটি টাকা।
কীভাবে ধরা পড়ল এই জালিয়াতি
২০২২ সালে এই টেক সংস্থার ফিনান্স বিভাগ সন্দেহ করে যে সুন নামের কর্মীর উপস্থিতির রেকর্ড একেবারে ঠিকঠাক। এমনকী তাঁকে একেবারে ঠিক সময়ে বেতন দেওয়া হয়েছে। কিন্তু তাঁকে কখনই অফিসে দেখা যায়নি। এরপরে এই বিষয়টি আধিকারিকদের জানানো হয় এবং শুরু হয় তদন্ত। ফলে তদন্তে ধরা পড়ে ভুয়ো কর্মীর প্রোফাইল এবং ভুয়ো ব্যাঙ্ক লেনদেনের মাধ্যমে এই জালিয়াতি করছিলেন ইয়াং নামের সেই ব্যক্তি। তাঁকে ১০ বছর ২ মাসের কারাবাসের নির্দেশ দেওয়া হয়। তাঁকে জরিমানা করা হয় এবং তার রাজনৈতিক অধিকার খর্ব করা হয় ১ বছরের জন্য।
আরও পড়ুন: Gold Silver Price: বিয়ের মরশুম শেষ, তবু তরতরিয়ে বাড়ছে সোনার দাম ! আজ বাংলায় সোনা কিনতে কত খরচ ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
