EPS News: ইপিএস পেনশনহোল্ডারদের জন্য স্বস্তির খবর, ১ জানুয়ারি থেকে এই সুবিধা পাবেন
Pension Scheme: প্রায় 78 লক্ষ ইপিএস পেনশনভোগী এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন।
Pension Scheme: কর্মচারী পেনশন প্রকল্পের (EPS) অধীনে পেনশন পান এমন পেনশনভোগীদের জন্য দারুণ খবর। 1 জানুয়ারি 2025 থেকে ইপিএস পেনশনাররা দেশের যেকোনও কোণে যেকোনও ব্যাঙ্কের যেকোনও শাখা থেকে পেনশন তুলতে পারবেন। এমনটাই জানিয়েছেন, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। প্রায় 78 লক্ষ ইপিএস পেনশনভোগী এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন।
৭৮ লাখ ইপিএস পেনশনভোগী উপকৃত হবেন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। যেখানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি, ইপিএফ-এর চেয়ারপার্সন মনসুখ মাণ্ডব্য কর্মচারী পেনশন স্কিম 1995-এর জন্য কেন্দ্রীয় পেনশন পেমেন্ট সিস্টেম অনুমোদন করেছেন। সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেমের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
Pension Scheme: কারা উপকৃত হবেন ?
সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে জাতীয় পর্যায়ে কেন্দ্রীভূত পদ্ধতির প্রস্তুতির কারণে পেনশনভোগীদের ভারতের যেকোনও কোণে যেকোনও ব্যাঙ্কের যেকোনও শাখা থেকে পেনশন দেওয়া যেতে পারে। EPFO-এর 78 লক্ষ ইপিএস পেনশনভোগী কেন্দ্রীয় পেনশন পেমেন্ট সিস্টেম থেকে উপকৃত হবেন।
EPS News: পেনশনভোগীদের এতে কী সুবিধা হবে
এই ঐতিহাসিক সিদ্ধান্তের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেছেন, সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেমের অনুমোদন ইপিএফও-র আধুনিকীকরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। দেশের যে কোনও ব্যাঙ্কের যেকোনও শাখা থেকে পেনশনভোগীদের পেনশন দিলে পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে যে সমস্যার সম্মুখীন হয়ে আসছেন তা সমাধান হবে। একটি নির্দিষ্ট শাখার জন্য তাদের অপেক্ষা করতে হবে না।
Pension Scheme: পেনশন পেমেন্ট অর্ডার প্রয়োজন হবে না
সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম দেশে পেনশন বিতরণে সাহায্য করবে এবং এর জন্য পেনশন পেমেন্ট অর্ডার ট্রান্সফার করার প্রয়োজন হবে না। আগে পেনশনভোগীরা এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে বা ব্যাঙ্ক বা শাখা পরিবর্তন করলে পেনশন পেমেন্ট অর্ডার জারি করতে হত।
EPS News: আধার-ভিত্তিক পেমেন্ট সিস্টেম
এই ধরনের পেনশনভোগীরা যারা অবসর গ্রহণের পর নিজ শহরে চলে যান তারা এ থেকে দারুণ স্বস্তি পাবেন। পরবর্তী পর্যায়ে, সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেমকে আধার-ভিত্তিক পেমেন্ট সিস্টেমের সঙ্গে যোগ করা হবে।
উইপ্রো ছাড়াও এই দুই স্টক ছুটবে দ্রুত, বলছে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন