Everest share Price: ১ বছরে দ্বিগুণ টাকা, বাজার দাপাচ্ছে এই শেয়ার
Share Market update: একেবারে নিফটি , সেনসেক্সের বিপরীত মেরুতে হাঁটছে এই স্টক। শুক্রবার বাজার শেষে প্রায় ১১ শতাংশ উপরে ওঠে এভারেস্ট ইন্ডাস্ট্রিজের স্টকের দাম।
Share Market update: বাজার নিচে নামলেও উঠছে এই শেয়ারের দাম। একেবারে নিফটি , সেনসেক্সের বিপরীত মেরুতে হাঁটছে এই স্টক। শুক্রবার বাজার শেষে প্রায় ১১ শতাংশ উপরে ওঠে এভারেস্ট ইন্ডাস্ট্রিজের স্টকের দাম। পরিসংখ্যান বলছে, এখন 'অল টাইম হাই'তে ছুটছে এই শেয়ার।
Everest Industries share Price: 1934 সাল থেকে ব্যবসা করছে এই কোম্পানি। বিল্ডিং সলিউশনে যুক্ত এই এভারেস্ট কোম্পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশে ছাড়াও বিদেশে আবাসন, বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য বিল্ডিং প্রোডাক্ট ও বিল্ডিং সলিউশনের কাজ করে এই কোম্পানি। শুক্রবার সকালের সেশনে প্রতি শেয়ার 774.90 টাকার সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছেয়। আগের দিনের বন্ধের থেকে 11.7 শতাংশ বেড়ে এক সময় 735.0 টাকায় চলে যায় শেয়ার প্রাইস। পরে অবশ্য 10.46 শতাংশে 726.70টাকায় থামে শেয়ারের দৌড়। হিসেব বলছে, গত এক বছরের সময়কালে শেয়ারের দাম 134 শতাংশ বেড়ে যাওয়ায় এটি তার স্টেকহোল্ডারদের বিনিয়োগ দ্বিগুণেরও বেশি টাকা দিয়েছে।
Everest Industries share Price: কোম্পানির আর্থিক রিপোর্ট বলছে, Q3FY22-এ কোম্পানির মোট নিট মুনাফায় বছরে 33.6 শতাংশ বা 7.19 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। যেখানে ত্রৈমাসিকে 20.5 শতাংশে 337 কোটি টাকা আয় বেড়েছে কোম্পানির৷ রিপোর্ট বলছে, কিছু বিদেশি পোর্টফোলিও হোল্ডার 2021 -এর ডিসেম্বরে কোম্পানিতে তাদের অংশীদারিত্ব বাড়িয়েছে। যার ফলে দুরন্ত গতি নিয়েছে এই স্টক।
Share Market Update: রাশিয়া-ইউক্রেন সংঘাত
আমেরিকায় সুদের হার বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন টেনশনের দিকে তাকিয়েই সিদ্ধান্তহীনতায় ভুগছে দালাল স্ট্রিট। তবে নতুন রিপোর্ট বলছে, রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট। সেই কারণে এখনও 'সাইডওয়াইজ' সরছে বাজার। বাজার বিশেষজ্ঞদের ধারণা, ১৭,৩০০-র নিচে নিফটি যাওয়ায় ফের বাড়তে পারে বিপদ। সেই ক্ষেত্রে ১৭,০০০-এ একটা সাপোর্ট নিতে পারে নিফটি। তাতে অসফল হলে ফের ১৬,৮০০-তে রয়েছে মজবুত সাপোর্ট। সেখান থেকে ফের ঘুরতে পারে বাজার। তবে ১৬,৮০০-র ঘরে গেলে মারাত্মক প্রভাব পড়বে বাজারে।