(Source: Poll of Polls)
Shramik Samman Yojana: মহিলাদের প্রতি মাসে ৫১০০ টাকা দেবে সরকার ! আপনিও দেখেছেন এই ভিডিও ?
Fact Check: অতীতেও ঘটেছে এই ঘটনা। সরকারি স্কিমের নামে ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। এরকমও একটি ভিড়িও ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে।
Fact Check: অতীতেও ঘটেছে এই ঘটনা। সরকারি স্কিমের নামে ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। এরকমও একটি ভিড়িও ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে। যেখানে বলা হয়েছে, প্রতি মাসে মহিলাদের ৫১০০ টাকা দিচ্ছে সরকার।
Government Scheme: মোদি সরকারের মহিলাদের উৎসাহিত করার সুযোগ
দেশের প্রতিটি সেক্টরের জন্য বিভিন্ন প্রকল্প চালায় কেন্দ্রীয় সরকার। বরাবরই মহিলাদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। অনেক সময় এই ধরনের প্রকল্পের খবর পেতে সোশ্যাল মিডিয়ায় দ্বারস্থ হয় দেশবাসী। গত কয়েকদিন ধরে এরকমই একটি ইউটিউব চ্যানেল NITI GYAN 4 U সরকারি নতুন প্রকল্পের বিষয়ে দাবি করেছে। চ্যানেলে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার মহিলাদের উত্সাহিত করতে 'শ্রমিক সম্মান যোজনা' শুরু করেছে। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় এই স্কিমটি সম্পর্কেও পড়ে থাকেন , তবে প্রথমে এই স্কিমের সত্যতা সম্পর্কে জেনে নিন।
Shramik Samman Yojana: 'শ্রমিক সম্মান যোজনা'-র সত্যতা কী ?
NITI GYAN 4 U YouTube চ্যানেলে দাবি করা হয়েছে, কেন্দ্রের মোদি সরকার মহিলাদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে ৫১০০ টাকা করে পাচ্ছেন। আপনিও যদি এই প্ল্যানের সুবিধা পেতে চান, তাহলে সবার আগে জেনে নিন এই প্ল্যানের সত্যতা। আসলে ইউটিউব চ্যানেলের 'শ্রমিক সম্মান যোজনা'-র দাবি সম্পূর্ণ ভুয়ো। কেন্দ্রীয় সরকার এমন কোনও প্রকল্প চালাচ্ছে না।
PIB Update: পিআইবি একটি সত্যতা যাচাই করেছে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খবর অনুসারে, কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য 'শ্রমিক সম্মান যোজনা' চালাচ্ছে। যার মাধ্যমে দেশের সব মহিলা প্রতি মাসে ৫১০০ টাকা পাবেন। ভাইরাল দাবির সত্যতা যাচাই করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। এই দাবি সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে প্রেস ইনফরেশন ব্যুরো। পিআইবি তার টুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়ে তথ্য দিয়ে বলেছে, সরকার এই ধরনের কোনও স্কিম চালাচ্ছে না। এটি এক ধরনের প্রতারণার ফাঁদ হতে পারে।
অতীতেও ঘটেছে এই ধরনের ঘটনা। বিভিন্ন সরকারি স্কিমের ভুয়ো খবর ছড়িয়ে গ্রাহকদের লিঙ্ক পাঠায় প্রতারকরা। সেই ক্ষেত্রে ওই প্রতারণাপূর্ণ লিঙ্ক ক্লিক করলেই ভুগতে হয় গ্রাহকদের। কারণ এই লিঙ্ক দিয়েই গ্রাহকদের গোপন তথ্য় হাতিয়ে নেয় প্রতারকরা।