Laon Fraud: আপনার নামে ঋণ নিচ্ছে অন্য কেউ ? ভাবছেন আপনার কী হবে, বড় ক্ষতি !
CIBIL Score: কীভাবে বুঝবেন আপনার নামে কোনও লোন চলছে কিনা ?
CIBIL Score: আপনার সঙ্গেও হতে পারে এই ঘটনা। আপনার অজান্তেই কেউ নিতে আপনার নামে নিতে পারে লোন (Loan)। যাতে বড় ক্ষতি (Loss) হতে পারে আপনার। সেই ক্ষেত্রে কীভাবে বুঝবেন আপনার নামে কোনও লোন চলছে কিনা ?
লোক ঠকানোর নতুন ফাঁদ
আজকের ডিজিটাল প্রযুক্তির যুগে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে। তবে সুবিধার পাশাপাশি বেড়েছে সমস্যাও। প্রতারকদের কারণে মানুষও অনেক প্রতারিত হচ্ছে। এখন প্রতারণাকারীরা মানুষকে ঠকানোর নতুন কৌশল নিয়েছে। এখন জনগণের নামে ঋণ নিয়ে প্রতারণা করছে জালিয়াতরা। বেশ কিছুদিন ধরেই এমন অনেক প্রতারণার খবর প্রকাশিত হয়েছে। অনেকে অন্যের নামে ভুয়া ঋণ নিচ্ছেন। আপনার নামেও কি কোনো ঋণ নেওয়া হচ্ছে? আপনি জানতে পারবেন কীভাবে ?
এইভাবে ভুয়ো লোনের নম্বর দেখে নিন
আপনার নামে কোনো জাল ঋণ চলতে থাকলে তা অনলাইনে চেক করতে পারেন। এর জন্য আপনাকে আপনার CIBIL স্কোর পরীক্ষা করতে হবে। CIBIL স্কোরে আপনি আপনার প্যান কার্ডে নেওয়া সব ঋণ সম্পর্কে তথ্য পাবেন। ঋণ কত এবং কখন নেওয়া হয়েছিল তাও দেখেত পারবেন সেখানে। আপনি এর সম্পূর্ণ তথ্য পরীক্ষা করতে পারেন। এর জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://www.cibil.com/ ভিজিট করতে হবে। এখানে আপনাকে আপনার CIBIL স্কোর চেক করতে একটি সাবস্ক্রিপশন নিতে হবে। আপনি অনেকগুলি বিভিন্ন সাইটে বিনামূল্যে আপনার CIBIL স্কোর অনলাইনেও পরীক্ষা করতে পারেন।
এইভাবে আপনি প্রতারণা সম্পর্কে অভিযোগ করতে পারেন
CIBIL স্কোর চেক করার পরে আপনি আপনার বিদ্যমান সমস্ত ঋণ সম্পর্কে তথ্য পাবেন। আপনি যদি এমন কোনও ঋণ পান যার জন্য আপনি আবেদন করেননি, তাহলে বুঝবেন কেউ আপনার নামে জাল ঋণ নিয়েছে। যদি এটি ঘটে, তাহলে আপনাকে ক্রেডিট ব্যুরো এবং ঋণ প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে।
আপনাকে তাদের জানাতে হবে যে আপনি সেই ঋণ নেননি। এই ধরনের প্রতারণা এড়াতে আপনাকে আপনার প্যান কার্ডটি খুব সাবধানে ব্যবহার করতে হবে। কারণ এর বিবরণ ফাঁস হয়ে গেলে লোকেরা আপনার নামে জাল ঋণ নেয়। যে কারণে আপনার CIBIL স্কোর নষ্ট হয়ে যায়। ফলে পরবর্তীকালে আপনিই ঋণ নিতে পারবেন না। সিবিল খুব খারাপ হলে অনেক সুদ দিয়ে আপনাকে ঋণ নিতে হবে।
আরও পড়ুন : Donald Trump: 'বন্ধু ট্রাম্প এবার শত্রু ভারতের' ? করতে চলেছেন এই কাজ