Fixed Deposit: এই চার ব্যাঙ্কে টাকা রাখলে পাবেন ৯.৫০ শতাংশ সুদ, FD-তে পাবেন নিশ্চিত রিটার্ন
Fixed Deposit Interest Rates: সাধারণত এখন বেশিরভাগ ব্যাঙ্কেই ৫ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে ফিক্সড ডিপোজিটের (FD Interest Rate) উপরে। তবে এই ৪ ব্যাঙ্কে মিলছে ৯.৫০ শতাংশ পর্যন্ত সুদ।

FD Interest Rate: স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে যতই মানুষের উৎসাহ এখনকার দিনে বাড়ুক না কেন। সাধারণ মানুষের নিশ্চিত বিনিয়োগের মাধ্যম এখনও ফিক্সড ডিপোজিট। বিভিন্ন ব্যাঙ্কে একেক রকম সুদের হার রয়েছে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit)। আবার মেয়াদের উপরও নির্ভর করে এই সুদের হার। সাধারণত এখন বেশিরভাগ ব্যাঙ্কেই ৫ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে ফিক্সড ডিপোজিটের (FD Interest Rate) উপরে। তবে এমন বেশ কিছু ব্যাঙ্ক আছে যেখানে সর্বোচ্চ ৯.৫০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। এখানে টাকা রাখলে বেশি রিটার্ন পাবেন আপনি।
মূলত এত বেশি মাত্রায় সুদ পাওয়া যায় দেশের স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিতে। এই ধরনের ব্যাঙ্কগুলিতে ঋণের উপর সুদের হারও অত্যন্ত বেশি থাকে। মোট ৪টি এমন স্মল ফিনান্স ব্যাঙ্ক রয়েছে যেখানে আপনি ৯.৫০ শতাংশ পর্যন্ত সুদের হার পাবেন ফিক্সড ডিপোজিটের উপরে।
নর্থ ইস্ট স্মল ফিনান্স ব্যাঙ্ক
সাধারণ গ্রাহকদের জন্য এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের উপরে ৩.৫০ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায় ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের ক্ষেত্রে। তাছাড়া প্রবীণ নাগরিকদের জন্য এই ব্যাঙ্কে ৪ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদ মেলে ৩ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে। ১৮ মাস ১ দিন থেকে ৩৬ মাস পর্যন্ত এই মেয়াদের ক্ষেত্রেই এই ব্যাঙ্কে সবথেকে বেশি সুদ পাওয়া যায়।
ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক
এই ব্যাঙ্কে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার রয়েছে ৪.৫০ থেকে ৯ শতাংশ এবং এখানে প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটের উপরে ৪.৫ থেকে ৯.৫০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ৩ কোটি টাকার কম আমানতের জন্য এই সুদের হার প্রযোজ্য হবে। মূলত সর্বোচ্চ সুদের হার পাওয়া যায় ১০০১ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে।
উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক
এই স্মল ফিনান্স ব্যাঙ্কে একই মেয়াদের ক্ষেত্রে ৪ থেকে ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ মেলে। তবে প্রবীণ নাগরিকরা টাকা রাখলে এখানে সুদ পাবেন ৪.৬ শতাংশ থেকে ৯.১০ শতাংশ পর্যন্ত। ২ বছর থেকে ৩ বছরের মেয়াদের ক্ষেত্রে সবথেকে বেশি ৯.১০ শতাংশ সুদ পাওয়া যায়।
ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক
সাধারণ গ্রাহকদের জন্য ৩.৫ থেকে ৮.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায় এই স্মল ফিনান্স ব্যাঙ্কে। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ৩ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে এই সুদ পাওয়া যায়। সবথেকে বেশি সুদ পাবেন ৮৮৮ দিনের ফিক্সড ডিপোজিটের উপরে।























