Flipkart: ডিজিটাল পেমেন্টে আরও সুবিধে দিচ্ছে ফ্লিপকার্ট, পাবেন প্রচুর ছাড়
Flipkart Digital Payment: বুধবার ফাস্ট্যাগ, DTH রিচার্জ, ব্রডব্যান্ড, ল্যান্ডলাইন এবং মোবাইল পোস্ট-পেইড কানেকশনের পেমেন্ট এই ৫টি নতুন পরিষেবা চালু করল ফ্লিপকার্ট। রিচার্জ ও বিল পেমেন্টের নতুন দিশা।
Digital Payment: ই-কমার্স সেক্টরের অন্যতম বৃহৎ সংস্থা ফ্লিপকার্টে এবার আপনি পাবেন আরও কিছু সুবিধে। ডিজিটাল পেমেন্ট (Flipkart Digital Payment) সেক্টরেও বেশ কিছু ক্যাটাগরিতে নতুন পরিষেবা চালু করেছে ফ্লিপকার্ট। এই সংস্থা রিচার্জ, বিল পেমেন্টের ক্ষেত্রে নতুন পদক্ষেপ করেছে। ফাস্ট্যাগ, ডিটিএইচ রিচার্জ, ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড এবং মোবাইল পোস্ট পেইড কানেকশনের পেমেন্ট এবার করা যাবে ফ্লিপকার্টের মাধ্যমেই। এখন থেকে গ্রাহকরা ফ্লিপকার্ট ইউপিআই ব্যবহার করে সুপারকয়েন পেতে পারেন এবং বিলে ১০ শতাংশের ছাড় পেতে পারেন।
নতুন ৫টি পরিষেবা চালু করেছে ফ্লিপকার্ট
igital এর আগে ফ্লিপকার্টে (Flipkart Digital Payment) মোবাইল প্রিপেইড রিচার্জ এবং ইলেকট্রিসিটি বিল দেওয়া যেত ইউপিআইয়ের মাধ্যমে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভারত বিল পেমেন্ট সিস্টেমের সঙ্গে যৌথভাবে এই সিস্টেম গড়ে তুলেছে ফ্লিপকার্ট। আবার বিলডেস্কের সঙ্গেও অংশীদারিত্বে ব্যবসা করছে ফ্লিপকার্ট। এবার থেকে ফ্লিপকার্ট ইউপিআইয়ের মাধ্যমে সুপারকয়েন জমিয়ে বিলে ১০ শতাংশ ছাড় পেতে পারেন আপনি।
১.৩ বিলিয়ন লেনদেন করেছে ভারত বিল পেমেন্ট সিস্টেম
২০২৩-২৪ অর্থবর্ষে ভারত বিল পেমেন্ট সিস্টেম মোট ১.৩ বিলিয়ন লেনদেন সম্পন্ন করেছে। ২০২৬ সালের মধ্যেই এই সংখ্যাটা ছাড়িয়ে যাবে ৩ বিলিয়নে। এমনটাই আশা করা হচ্ছে। এই বিবিপিএস সিস্টেমে ২০টিরও বেশি প্রকারের বিল এবং ২১ হাজারটিরও বেশি বিলার রয়েছে। এর মাধ্যমে ৭০ শতাংশ বিলই এখন ডিজিটাল পেমেন্ট করা হচ্ছে সারা দেশজুড়ে। এই বিভাগেই নতুন পরিষেবা শুরু করল ফ্লিপকার্ট।
ডিজিটাল মোডেই বেশি বিল পেমেন্ট করছেন মানুষ
ফ্লিপকার্ট পেমেন্টস অ্যান্ড সুপারকয়েনসের ভাইস প্রেসিডেন্ট গৌরব অরোরা জানিয়েছেন, ডিজিটাল পেমেন্ট সেক্টর (Flipkart Digital Payment) বিপুল গতি পেয়েছে। আরও বেশি সংখ্যক মানুষ এখন ডিজিটাল মোডে বিল পেমেন্ট করছেন। ফলে আমরা চাই আমাদের গ্রাহকদের আরও বেশি পরিষেবা দিতে, ভাল পরিষেবা দিতে। আর তাই এই মর্মে ফ্লিপকার্টকে একটা ওয়ান স্টপ সলিউশন করে তুলতে চাই। কোনও সমস্যা ছাড়াই যাতে এই ফ্লিপকার্টে আর্থিক লেনদেন করা যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।