Ford F-150 Truck : টেস্ট ড্রাইভ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, F-150 Lightning আনল ফোর্ড
সেডান, এসইউভির বদলে ছোট ট্রাকের ইলেকট্রিক মডেল আনল ফোর্ড। বিশ্ব বাজারে সবাইকে চমকে দিয়ে এই কাজ করল আমেরিকান কার মেকার। আগামী দিনে নিজেদের ইলেকট্রিক ভেহিক্যাল নিয়েও স্পষ্ট পরিকল্পনার ঝাঁপি খুলল কোম্পানি।
ওয়াশিংটন: সেডান, এসইউভির বদলে ছোট ট্রাকের ইলেকট্রিক মডেল আনল ফোর্ড। বিশ্ব বাজারে সবাইকে চমকে দিয়ে এই কাজ করল আমেরিকান কার মেকার। আগামী দিনে নিজেদের ইলেকট্রিক ভেহিক্যাল নিয়েও স্পষ্ট পরিকল্পনার ঝাঁপি খুলল কোম্পানি।
ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনায় তারা যে এতটা সিরিয়াস, তা আঁচ করতে পারেনি কেউ। যদিও বিশ্ববাজারে F-150 Lightning এনে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল ফোর্ড। কোম্পানির অন্যতম বেস্ট সেলিং মডেলকে ইলেকট্রিক কারে বদলে দিল এই কোম্পানি। আমেরিকার গাড়ি প্রস্তুতকারক দাবি করেছে, প্রতিযোগী অন্য কোম্পানিগুলির তুলনায় অনেক সাশ্রয়ী হবে এই ছোট ট্রাক। পাশাপাশি ফিচার-প্যাকড কানেকটিভিটি হবে নতুন এই ভেহিক্যালে।
সম্প্রতি মার্কিন মুলুকে ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে কোম্পানিগুলি। বিশেষ করে নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আসার পরে ফোর্ডের এই উদ্যোগ। দীর্ঘ ৪০ বছর ধরে ইউরোপীয় বাজারে জনপ্রিয় ফোর্ডের এই ট্রাক। ফোর্ডের টেস্ট ট্র্যাকে যা নিজেই চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভূয়সী প্রশংসা করেছেন গাড়ির। তাদের ইলেকট্রিক মডেলের বিষয়ে কোম্পানির সিইও বিল ফোর্ড বলেন, ''F-150 Lightning আমাদের কাছে একটা গর্বের বিষয়। এই প্রথম 'জিরো এমিশন' ইলেকট্রিক কার আনল কোম্পানি। সঙ্গে ডিজিটালি কানেকটেড ফিউচার।''
সাধারণত আমেরিকার সব ধরনের গাড়ি বিক্রির মধ্যে মাত্র ২ শতাংশ সেল দেয় ইলেকট্রিক কার। নতুন এই মডেলের মাধ্যমে সেই চিন্তাধারা ভাঙার চেষ্টা করছে ফোর্ড। ক্রেতাদের স্বার্থে অ্যাগ্রেসিভ প্রাইসিং রেখেছে কোম্পানি। গাড়ির দাম শুরু হয়েছে ৩৯,৯৭৪ ডলার থেকে। যার ভারতীয় মুদ্রায় আনুমানিক মূ্ল্য ৩০ লক্ষ টাকা।
আগের গ্যাসোলিন ভার্সনের মতোই দেখতে হয়েছে গাড়ি।যদিও নতুন হেডলাইট দেওয়া হয়েছে গাড়িতে। সামনের চওড়া অংশের সঙ্গে মানানসই লাইটের স্ট্রিপ দিয়েছে ফোর্ড। সবথেকে চমকের বিষয়, হুডের নীচেই দেওয়া হয়েছে লাগেজ স্পেস। ৪০০ লিটাররে বুট স্পেস রয়েছে গাড়িতে। ১২ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে। ৫৬৩ হর্স পাওয়ার জেনারেট করতে পারবে এই ট্রাক। লিথিয়াম আওন ব্যাটারি প্যাকের মাধ্যমে গাড়ির রেঞ্জ থাকবে ১১৫ থকে ১৫০KhW।