Gautam Adani: ৬০ বছরের জন্মদিনে ৬০ হাজার কোটি দান! এশিয়ার 'সেরা পরোপকারী'র তালিকায় আদানি
Asia Philanthropy List: মঙ্গলবার আন্তর্জাতিক ফোর্বস পত্রিকার 'এশিয়া'জ হিরোজ অফ ফিলানথ্রপি' ষোড়শতম তালিকা প্রকাশিত হয়েছে।
![Gautam Adani: ৬০ বছরের জন্মদিনে ৬০ হাজার কোটি দান! এশিয়ার 'সেরা পরোপকারী'র তালিকায় আদানি Gautam Adani features on Forbes Asia's Heroes of Philanthropy list with RS 60000 crore donation in 2022 Gautam Adani: ৬০ বছরের জন্মদিনে ৬০ হাজার কোটি দান! এশিয়ার 'সেরা পরোপকারী'র তালিকায় আদানি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/06/5102b52b7883893cf8ecc20d400464a61670309317173338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: মাত্র কয়েক বছরে যে ভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাঁর সম্পদ, তাতে অনেকের ঈর্ষার পাত্র, আবার অনেকের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। তবে শুধু মুনাফা অর্জনই নয়, বিগত এক বছরেই নাকি দেদার দানছত্র করেছেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। তাতে এশিয়ার সেরা পরোপকারীর তালিকায় নাম উঠে এল তাঁর (Asia Philanthropy List)।
বিগত এক বছরেই নাকি দেদার দানছত্র করেছেন শিল্পপতি গৌতম আদানি
মঙ্গলবার আন্তর্জাতিক ফোর্বস পত্রিকার 'এশিয়া'জ হিরোজ অফ ফিলানথ্রপি' ষোড়শতম তালিকা প্রকাশিত হয়েছে। তাতেই নাম রয়েছে আদানির। ভারতীয় শিল্পপতি শিব নাডার, অশোক সূতা, মালয়েশীয়-ভারতীয় শিল্পপতি ব্রহ্মল বাসুদেবন, তাঁর আইনজীবী স্ত্রী শান্তি কান্ডিয়ার নামও রয়েছে এশিয়ার সেরা পরোপকারীর তালিকায়।
সমাজসেবক এবং পরোপকারীর তালিকায় সাধারণত প্রথম-দ্বিতীয় বা তৃতীয় স্থানাধিকারীর নাম ক্রমানুসারে ঘোষিত হয় না। এশিয়া-র্রশান্ত মহাসগরীয় অঞ্চলে দানছত্রে কারা এগিয়ে, সেই নামগুলিই সাধারণত তুলে ধরা হয়। তাতেই জায়গা পেয়েছেন আদানি। বলা হয়েছে, চলতি বছরের জুন মাসে নিজের ৬০ বছরের জন্মদিন উপলক্ষেই শুধুমাত্র ৬০ হাজার কোটি টাকা দান করেন তিনি। তাতে আদানিকে এশিয়ার সবচেয়ে উদার পরোপকারী বলে উল্লেখ করা হয়েছে।
ওই পত্রিকার তরফে জানানো হয়েছে, শিল্পপতির পরিবারের সংগঠন 'আদানি ফাউন্ডেশন' (১৯৯৬ সালে স্থাপিত) মারফত ওই টাকা স্বাস্থ্য, শিক্ষা এবং চাকরির প্রশিক্ষণ খাতে ব্যায় করা হবে। প্রতি বছর ওই সংগঠনের তরফে দেশের সর্বত্র বিভিন্ন খাতে ২৭ লক্ষ মানুষকে সাহায্য করা হয় বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: Stock Market Opening: মঙ্গলে 'অমঙ্গলের ইঙ্গিত', ১৮৬০০ পয়েন্টে খুলল নিফটি,আজ এভাবে ট্রেড করলে হবে লাভ
HCL টেকনোলজির সহ-প্রতিষ্ঠাতা নাডার সমাজসেবার ক্ষেত্রে মূলত শিক্ষাকে প্রাধান্য দেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন নিজের সংগঠনের মাধ্যমে। শিল্প এবং সংস্কৃতিরও প্রচারক তাঁর সংস্থা। ২০২১ সালে তথ্য-প্রযুক্তি পরিষেকা সংস্থার এগজিকিউটিভের ভূমিকা থেকে সরে দাঁড়ান নাডার।
পরোপকারীর তালিকায় সাধারণত ক্রমাঙ্ক থাকে না
এ ছাড়াও, প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত অশোক সূতা এ বছর চিকিৎসার গবেষণায় ৬০০ কোটি টাকা দান করেন। ২০২১ সালের এপ্রিল মাসে নিজের গবেষণা সংস্থার প্রতিষ্ঠা করেন। সেখানে বার্ধক্য এবং স্নায়ুরোগের গবেষণা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)