(Source: ECI/ABP News/ABP Majha)
Stock Market Closing: মঙ্গলের দুরন্ত গতি বাড়াল চিন্তা, বৃহস্পতিতে কি ফের ধস নামবে বাজারে ?
Share Market: আশা জাগিয়েও আশঙ্কা রেখে গেল সেনসেক্স-নিফটি। মঙ্গলে বাজারের দুরন্ত গতিও কমাল না চিন্তা। বিশ্ব বাজারের মন্দার আশঙ্কা কিছুতেই ভুলতে পারছে না ভারতের শেয়ার বাজার।
Share Market: আশা জাগিয়েও আশঙ্কা রেখে গেল সেনসেক্স-নিফটি। মঙ্গলে বাজারের দুরন্ত গতিও কমাল না চিন্তা। বিশ্ব বাজারের মন্দার আশঙ্কা কিছুতেই ভুলতে পারছে না ভারতের শেয়ার বাজার। বিশেষজ্ঞদের ধারণা, ডাও জোনসের গতির প্রভাবেই আজ লাফিয়ে বেড়েছে দালাল স্ট্রিট। তাই বৃহস্পতির বাজারে নজর থাকবে সবার।
Stock Market Closing: মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারের জন্য একটি খুব শুভ দিন ছিল। সারা বিশ্বের শেয়ারবাজারে উচ্ছ্বাসের কারণে সকাল থেকেই ভারতীয় শেয়ারবাজারে গতি ছিল। মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক বিনিয়োগকারীদের স্টক কেনার কারণে দিনের শেষে 1276 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 58,065-তে বন্ধ হয়েছে। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 386 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 17,274 পয়েন্টে দৌড় থামিয়েছে। এখানে সেনসেক্স 58,000 ও নিফটি 17,000-এর ঘর অতিক্রম করতে সফল হয়েছে। দশমীর উৎসবের কারণে বুধবার স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে।
Share Market: সেক্টরের অবস্থা
গতকালের বড় পতনের পর আজ পুঁজিবাজারে দারুণ প্রত্যাবর্তন হয়েছে। আজকের ট্রেডিং সেশনে সব সেক্টরের শেয়ারে দারুণ গতি দেখা গেছে। ব্যাঙ্ক নিফটি 2.84 শতাংশ অর্থাৎ 1080 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে। নিফটি আইটি সূচক 2.87 শতাংশ, নিফটি এফএমসিজি 1.86 শতাংশ বেড়েছে। অটো, ধাতু, জ্বালানি, পরিষেবা খাতের শেয়ারেও বৃদ্ধি দেখা গেছে। স্মল ক্যাপ ও মিড ক্যাপ স্টক কেনাকাটায় আজ ভাটা পড়েনি। নিফটির 50টি শেয়ারের মধ্যে 48টি শেয়ার বেড়েছে। কেবল 2টি শেয়ার লালে বন্ধ হয়েছে। সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে 28টি স্টক
বেড়েছে, যেখানে 2টি শেয়ার নিচে বন্ধ হয়েছে।
Stock Market Closing: আজ বেড়েছে এই স্টকগুলি
আমরা যদি আজকের স্টকগুলির দিকে তাকাই, তাহলে IndusInd Bank 5.29 শতাংশ, Bajaj Finance 4.23 শতাংশ, TCL 3.58 শতাংশ, Bajaj Finserv 3.37 শতাংশ, HDFC 2.96 শতাংশ, Tata Steel 2.90 শতাংশ৷
Stock Market Closing: আজ পড়েছে এই স্টকগুলি
গুজরাত স্টেট পেট্রোলিয়াম 1.76 শতাংশ, পাওয়ার গ্রিড 1.11 শতাংশ, পিভিআর 0.94 শতাংশ, গুজরাত গ্যাস 0.73 শতাংশ, ম্যারিকো 0.64 শতাংশ, ডাবর ইন্ডিয়া 0.60 শতাংশ কমেছে।
আরও পড়ুন : 7th Pay Commission: সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ডিএ-র পর বাড়তে পারে এই ভাতা