Live News Update: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর
Bangladesh News Update: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই রাজ্যের সীমান্তে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা
LIVE
![Live News Update: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর Live News Update: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/26/4bc357ef8b0fd1999195b0ac3bec8bbf173521291885449_original.jpg)
Background
Mamata Banerjee: রাজ্যে Artificial Intelligence হাব, বিল্ডিং প্রায় সম্পূর্ণ, ঘোষণা মমতার
রাজ্যে কৃত্রিম যন্ত্রমেধার (Artificial Intelligence) হাব গড়ে উঠবে। বৃহস্পতিবার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, ITC এ রাজ্যে AI হাব গড়বে। আগামী বছর বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের আগেই এই ঘোষণা করলেন মমতা। জানালেন, বিল্ডিং তৈরির কাজও সম্পূর্ণ হওয়ার পথে। (Mamata Banerjee) এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, "আমার কাছে অনুরোধ এসেছে, ITC AI-এর উপর একটি গ্লোবাল হাব তৈরি করতে চায়। ওদের বিল্ডিং প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। আমি সময় করতে পারলে বলে দেব। এখনি বলছি না। ITC-এর আরও দু'টি প্রজেক্ট রেডি আছে। আমরা সময় মতো করে দেব।" (Kolkata News)
Mamata Banerjee: রাজ্যে Artificial Intelligence হাব, বিল্ডিং প্রায় সম্পূর্ণ, ঘোষণা মমতার
রাজ্যে কৃত্রিম যন্ত্রমেধার (Artificial Intelligence) হাব গড়ে উঠবে। বৃহস্পতিবার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানিয়েছেন, ITC এ রাজ্যে AI হাব গড়বে। আগামী বছর বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের আগেই এই ঘোষণা করলেন মমতা। জানালেন, বিল্ডিং তৈরির কাজও সম্পূর্ণ হওয়ার পথে। (Mamata Banerjee) এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, "আমার কাছে অনুরোধ এসেছে, ITC AI-এর উপর একটি গ্লোবাল হাব তৈরি করতে চায়। ওদের বিল্ডিং প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। আমি সময় করতে পারলে বলে দেব। এখনি বলছি না। ITC-এর আরও দু'টি প্রজেক্ট রেডি আছে। আমরা সময় মতো করে দেব।" (Kolkata News)
Manmohan Singh Demise: 'স্নেহ থেকে বঞ্চিত হলাম', মনমোহন সিংহের প্রয়াণে লিখলেন মমতা
প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বৃহস্পতিবার দিল্লির AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নবতিপর রাজনীতিক। তাঁর প্রয়াণে শোকের ছায়া দেশের রাজনৈতিক মহলে। মনমোহনের প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক মহান রাষ্ট্রনায়ককে দেশ হারাল বলে মন্তব্য করেছেন তাঁরা। (Manmohan Singh Demise)। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে অজ্ঞান হয়ে যান মনমোহন। বাড়িতেই তৎক্ষণাৎ চিকিৎসা হয় তাঁর। এর পর তড়িঘড়ি AIIMS-এ আনা হয়। কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও ফেরানো যায়নি তাঁকে। রাত ৯টা বেজে ৫১ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মমতা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহজির প্রয়াণে আমি স্তোকস্তব্ধ, ব্যথিত। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ওঁর সঙ্গে কাজ করেছি, ওঁকে কাছ থেকে দেখেছি। ওঁর পাণ্ডিত্য এবং প্রজ্ঞা প্রশ্নাতীত। ওঁর হাতে হওয়া দেশের অর্থনৈতিক সংস্কার সর্বজন স্বীকৃত। ওঁর অভিভাবকত্বের অভাব বোধ করবে দেশ। ওঁর স্নেহের অভাব বোধ করব আমি। ওঁর পরিবার, বন্ধু, অনুগামীদের সমবেদনা'। (Mamata on Manmohan Demise)
Manmohan Singh Death: প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর পেয়ে রওনা দিয়েছেন রাহুল গাঁধী
প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল মনমোহন সিংহকে।দিল্লি এইমসে পৌঁছলেন সনিয়া গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর পেয়ে রওনা দিয়েছেন রাহুল গাঁধী।
Manmohan Singh: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ
প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল মনমোহন সিংহকে। দিল্লির এইমসে পৌঁছলেন সনিয়া গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)