Gold Price Today: বিয়ের মাসে সোনার দামে বিরাট স্বস্তি? আজ কত কমে কিনতে পারবেন?
Gold And Silver Price Today: আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে সোনার নাম। ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে।

কলকাতা: সোনা মাত্রই শুভ। যে কোনওদিনই সোনা কেনা যায়। তবে যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন। দেখে নিন আজ সোনার দাম কত। বাংলায় সোনার দাম আজ কত, তা জানতে চোখ রাখুন নিচের চার্টে। গত কাল বেশ কিছুটা দাম করেছিল সোনার। আজ, বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ফের কি কমল দাম? দেখে নিন নিচের রেটচার্ট। এই রেট চার্ট বাংলার জন্যই বরাদ্দ।
আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে সোনার নাম। ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়।
আজকের সোনার দাম ( ২১ নভেম্বর ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১২২১৩ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১১৬০০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১১১১৩ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৯৫২৬ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১৫২১৭৪ |
কাল সোনার দাম কত ছিল ( ২০ নভেম্বর ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১২২৬৫ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১১৬৫০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১১১৬০ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৯৫৭০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১৫৫৪৩৬ |
*Above rates are without 3% GST
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন
সার্টিফায়েড সোনা: শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সার্টিফাই করা সোনা কিনুন।
বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা (Gold Price Today) কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা। সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন।
সোনার গয়নার মেকিং চার্জ: গয়না কেনার সময় গয়নার নকশা এবং বেশ কিছু বিষয়ের উপর মেকিং চার্জ নির্ভর করে। ভাল করে বুঝে নিন, মেকিং চার্জ বাবদ আপনাকে কত টাকা দিতে হবে।
সোনা বিক্রির নিয়ম বা বাই-ব্যাকের নিয়ম: গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি। সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন, ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।






















