Gold Rate: লক্ষ্মীবারে ফের বদলে গেল সোনার দাম, আজ কিনলে লাভ পাবেন ?
Gold Price Silver Price Today: প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম। বুঝবেন কীভাবে কবে বাজারে সোনা-রুপোর দাম কত চলছে? তাছাড়া রাজ্য অনুসারে সোনার দামও আলাদা, আলাদা।

Gold Price: সোনা কেনা বাঙালিদের সংস্কৃতির একটা অঙ্গ হয়ে উঠেছে। বিভিন্ন অনুষ্ঠানে সোনা কেনার চল রয়েছে বাঙালিদের মধ্যে। আর তাই বাজারে সবসময় সোনার চাহিদা থাকে। তবে সোনার দাম কখনও কমে, কখনও বাড়ে। গত দুদিন ধরে সোনার দাম (Gold Price) বেড়েই চলেছে বাংলার বাজারে। মাঘ মাসের মাঝামাঝি সোনার দাম এখন ৮০ হাজার পেরিয়ে আরও ছুটে চলেছে। গতকালের থেকেও আজ বেড়ে (Gold Silver Rate) গিয়েছে দাম। দেখে নিন আজ সোনা কিনলে কত খরচ হবে।
প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম। বুঝবেন কীভাবে কবে বাজারে সোনা-রুপোর দাম কত চলছে? তাছাড়া রাজ্য অনুসারে সোনার দামও আলাদা, আলাদা। দোকানে যাওয়ার আগে জেনে নেওয়া দরকার, কবে সোনার দাম কত। মনে রাখতে হবে ক্যারাট অনুসারে সোনার দাম আলাদা আলাদা। এবিপি লাইভ প্রতিদিন এই তথ্য শেয়ার করে । আজ বাংলার বাজারে সোনার দামের খবর তুলে ধরছে এবিপি লাইভ। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*।
আজকের সোনার দাম (৩০ জানুয়ারি ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৮০৭৮ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭৬৭৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭৩৫০ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬৩০০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ৯২,০৭৪ |
অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্ন পাওয়ার আশায়। ২২ ক্যারাট সোনা দিয়েই তৈরি হয় গয়না। আর ১৮ ক্যারাটের সোনার ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরিতে। যত বেশি খাদ, তত কম ক্যারাট। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক,করের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও দেশের বিভিন্ন জায়গায় সোনার দামে পরিবর্তন হয়ে থাকে। রুপোর গয়নার জনপ্রিয়তাও এখন যথেষ্ট। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপোর বার কিনে রাখেন।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
আরও পড়ুন: UPI Transaction: ১ ফেব্রুয়ারি থেকে UPI লেনদেনে বড় বদল, নতুন কী নিয়ম আসছে ?






















