Gold Rate Today : বড়দিনের পরে সোনার দামে বদল ? আজ পশ্চিমবঙ্গে কী চলছে সোনা-রুপোর দাম ?
Gold Price Today :নতুন রেটচার্টে দেখুন আজ কলকাতা সহ পশ্চিমবঙ্গে ১ ভরি সোনা কিনতে কত খরচ করতে হবে আপনাদের ? রুপো কিনতেই বা কীরকম দাম পড়বে।

কলকাতা : সোনা বা রুপোর দাম বাড়ছে ইদানিং। অনুষ্ঠান হোক বা বিয়ে, সোনার দামের ওঠাপড়া নজর রাখতেই মধ্যবিত্ত থেকে নিম্নমধ্যবিত্তদের। দৈনিক সোনা-রুপোর বাজার দর আপনারা রোজই পেয়ে থাকেন এবিপি লাইভ বাংলায়। দেখে নিতে পারেন গতকালের থেকে দামের ফারাক কতটা। পশ্চিমবঙ্গে কি আজ সোনা-রুপোর দামে স্বস্তি পাবেন গ্রাহকরা ? ২৪ ক্যারাট, ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট সমস্ত সোনার দামই (Gold Rate Today) কি কমেছে আজ ? রুপোর দামেই বা কতটা হেরফের। বাড়ল একটু। না কমল। নতুন রেটচার্টে দেখুন আজ ১ ভরি সোনা কিনতে কত খরচ করতে হবে আপনাদের ? রুপো কিনতেই বা কীরকম দাম পড়বে।
আজকের সোনার দাম ( ২৬ ডিসেম্বর, ২০২৫)
সকাল ১০টা বেজে ১০ মিনিটে
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১৩,৭৪৪ |
| ২২ ক্যারেট [916] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১৩,০৫৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১২,৫০৭ |
| ১৮ ক্যারেট [750] (কিনতে গেলে) | ১ গ্রাম | ১০,৭২০ |
| রুপো বার (999) | ১ কেজি | ২২,৮,৯৫৬ |
উপরের দাম ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে। অর্থাৎ ক্রয়-বিক্রয়ে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে লাগু হবে। তথ্যসূত্র - SSBC
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনা বা বিক্রির সময় কোন কোন বিষয় অবশ্যই মনে রাখবেন :
সোনার বিশুদ্ধতা: সোনা কিনতে গেলে জানবেন, সোনার বিশুদ্ধতা প্রকাশ করা হয় ক্যারেটে। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি। ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।
গয়নায় হলমার্ক: হলমার্কে যে কোনও জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর উল্লেখ থাকে।
ডিসক্লেমার : সোনার দাম সম্পর্কে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন। গ্রাহকদের পরামর্শ দিতে এই প্রতিবেদন। সিদ্ধান্ত একান্তই গ্রাহকের নিজের।






















