Gold Price Today : পুজোর পর সোনার দামে ফের পরিবর্তন! লক্ষ্মীপুজোর আগে দাম বাড়ল না কমল?
সোনার সঙ্গে মিশে ট্র্যাডিশন, সংস্কার, বিশ্বাস। পুজোর পর আজ খুলল সোনার দোকান। দেখে নেওয়া যাক, আজ বাংলার বাজারে সোনার দাম কত হল।

দুর্গাপুজো শেষ। এবার লক্ষ্মীপুজোর অপেক্ষা। তারপরই ধনদেবীর আরাধনা ধনতেরসে। সেইসঙ্গে উজ্জ্বলতার উৎসব দীপাবলি। এই সময় ফের সোনা কেনার ঝোঁক বাড়ে প্রত্যেকের। অনেকেই সোনা কেনেন বিনিয়োগের জন্য। অনেকেই শুভ বলে ঘরে সোনা কিনে রাখেন। এখন সোনার দাম আকাশছোঁয়া। তবুও ভারতীয়রা সোনা কিনতে ভালবাসে। সোনার সঙ্গে মিশে ট্র্যাডিশন, সংস্কার, বিশ্বাস। পুজোর পর আজ খুলল সোনার দোকান। দেখে নেওয়া যাক, আজ বাংলার বাজারে সোনার দাম কত হল -
আজকের সোনার দাম ( ৩ অক্টোবর, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১১৬৩৯ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১১০৬০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১০৫৯০ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৯০৮০ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১৪৫১৬৯ |
ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।
সোনার গয়না কেনার সময় হলমার্ক দেখে নেওয়া জরুরি
হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। ফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে।






















