Gold Price: বুধবারে আবার বদলে গেল সোনার দাম, আজ গয়না গড়ালে কত খরচ হবে ?
Gold Rate Today on 16 October: আজ শারদ পূর্ণিমা পড়ার আগে সোনার দাম আবার বাড়ল। গতকালের থেকে আজ বেড়ে গিয়েছে সোনার দাম। দোকানে যাওয়ার আগে দেখে নিন কত চলছে সোনার দর।
Gold Rate Today: সোনার দামে প্রতিদিনই ওঠানামা চলতেই থাকে। কখনও দাম বাড়ে, কখনও কমে। দাম বাড়লে গ্রাহকরা (Gold Price) সমস্যায় পড়েন। সোনার গয়না গড়াতে খরচ (Gold Rate Today) বাড়ে। এই কয়েকদিনে পুজো শেষে দাম ক্রমান্বয়ে কমে যাচ্ছিল সোনার। স্বস্তি মিলেছিল গ্রাহকদের। তবে আজ শারদ পূর্ণিমা পড়ার আগে সোনার দাম আবার বাড়ল। গতকালের থেকে আজ বেড়ে গিয়েছে সোনার দাম। দোকানে যাওয়ার আগে দেখে নিন কত চলছে সোনার দর।
আজকের সোনার দর (১৬ অক্টোবর, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৬০০ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭২২০ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৯১৬ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৯২৮ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯১,৩০০ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
গতকাল কত ছিল দাম ?
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৫৪৫ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭১৭০ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৮৬৫ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৮৮৫ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৯,৯১৭ |
বাঙালি তো বটেই। সারা দেশেই সোনার চাহিদা বরাবরই রয়েছে। বিয়ে, অন্নপ্রাশণ থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।
অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ponzi Scheme: ভুয়ো স্কিমে প্রতারণার শিকার, আইনি নোটিশে ৫০ হাজার কোটি টাকা ফেরত পাবেন বিনিয়োগকারীরা