Gold Silver Price: মঙ্গলের বাজারে কত হেরফের সোনার দামে ? আজ সোনা কিনলে খরচ কি বাড়বে ?
Gold Rate: আজ মঙ্গলবার দাম কত হল সোনার (Gold Rate Today)? সোমবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম খানিক বেড়ে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭২১৪ টাকা।
![Gold Silver Price: মঙ্গলের বাজারে কত হেরফের সোনার দামে ? আজ সোনা কিনলে খরচ কি বাড়বে ? Gold Silver Price Today on May 28 West Bengal Rate increases again know 22 carat gold price Kolkata Gold Silver Price: মঙ্গলের বাজারে কত হেরফের সোনার দামে ? আজ সোনা কিনলে খরচ কি বাড়বে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/28/63a4bb87264cdba12fe344f7fd3b001c1716880013314900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Gold Rate Today: সোনার দাম আবার বাড়তে শুরু করেছে। সোনা কি ফের চড়া দামে বিকোবে বাংলা জুড়ে। গত সপ্তাহে বেশ কিছুদিন ধরেই ক্রমান্বয়ে দাম কমছিল সোনার। আর এই সপ্তাহের শুরু থেকে সেই দাম কমার ধারা বদলে গেল। ফের খানিক বাড়ল দাম। গতকালের থেকেও দাম বেড়ে গেল আজকের বাজারে।
মঙ্গলের বাজারে বাড়ল সোনার দাম
আজ মঙ্গলবার দাম কত হল সোনার (Gold Rate Today)? সোমবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম খানিক বেড়ে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭২১৪ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৬৯৬৯ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৫৬৫ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭৪২ টাকা। আজ আবার বেড়ে গিয়েছে রুপোর দাম। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে রুপোর দাম প্রতি কেজিতে ৯২ হাজার ৫৯২ টাকা।
আজকের সোনার দর (২৮ মে, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭২১৪ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৯৬৯ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৫৬৫ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৭৪২ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯২,৫৯২ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
সোনার দামে হেরফের
সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে। সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। দাম কমার ধারা বজায় ছিল এতদিন। সেই ধারা বাজারে আবার ফিরে এসেছে। গত সপ্তাহের সোমবার এসে আরও বেড়েছিল সোনার (Gold Rate Today) দাম। কিন্তু আজ বৃহস্পতিবার বেশ কিছুটা কমে গিয়েছে দাম। কিনতে গেলে কম খরচ হবে সোনার দামে। কিন্তু এই দাম কমার ধারা আজ খানিক ব্যাহত হল। সোমবার ২৭ মে সপ্তাহের শুরুতেই দাম খানিক বেড়ে গিয়েছে সোনার। তারপর ২৮ মে আজ মঙ্গলবার ফের দাম বাড়ল সোনার।
আরও পড়ুন: LIC Q4 Results: আয় বাড়ল এলআইসির, প্রতি শেয়ারে পাবেন ৬ টাকা ডিভিডেন্ড, এখন বিনিয়োগ করলে আরও লাভ ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)