Passport Alert: সাবধান ! পাসপোর্টের নামে চলছে প্রতারণা, রইল ভুয়ো ওয়েবসাইটগুলির নাম
Passport Services: অনলাইনে পাসপোর্ট করতে গিয়ে পড়তে পারেন প্রতারকদের হাতে। জাল ওয়েবসাইটের মাধ্যমেই আপনার গুরুত্বপূর্ণ তথ্য় হাতিয়ে নিতে পারে জালিয়াতরা।
Passport Services: অনলাইনে পাসপোর্ট করতে গিয়ে পড়তে পারেন প্রতারকদের হাতে। জাল ওয়েবসাইটের মাধ্যমেই আপনার গুরুত্বপূর্ণ তথ্য় হাতিয়ে নিতে পারে জালিয়াতরা। নাগরিকদের সচেতন করতে তাই তড়িঘড়ি সতর্কবার্তা পাঠাল সরকার। জেনে নিন, কোন ওয়েবসাইটগুলিতে রয়েছে ফাঁদ।
Passport Alert: আপনার নথি প্রতারকদের হাতে ?
সম্প্রতি পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা পেতে আগ্রহী ব্যক্তিদের জাল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে সতর্ক হতে বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি সতর্কবার্তায় বলা হয়েছে,অনেক ভুয়ো ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আবেদনকারীদের কাছ থেকে ডেটা সংগ্রহ করছে। পাসপোর্টের নামে প্রচুর ফিও নিচ্ছে কোম্পানি।
Online Passport: কী বলেছে কেন্দ্রীয় সরকার ?
ভারতে ডিজিটালাইজেশেন বৃদ্ধি পাওয়ার পরই বেড়ে গিয়েছে অনলাইন প্রতারণা। বিভিন্ন ক্ষেত্রে দেশবাসীর দুর্বলতার সুযোগ নিয়ে তথ্য় হাতাচ্ছে জালিয়াতরা। সেই ক্ষেত্রে অনলাইনে গড়ে তোলা হয়েছে জাল ওয়েবসাইটের কারবার। সম্প্রতি পাসপোর্ট পরিষেবা সংক্রান্ত এমনই কিছু ভুয়ো ওয়েবসাইটের নাম পায় কেন্দ্রীয় সরকার। এরপরই নাগরিকদের সচেতন করতে সতর্কবার্তা দেয় কেন্দ্র।
যেখানে বলা হয়েছে, ''পাসপোর্ট পরিষেবা অফার করে এমন অ্যাপ দেখে প্রতারিত হবেন না। বেশ কয়েকটি জাল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন আবেদনকারীদের কাছ থেকে ডেটা সংগ্রহ করছে। এই প্রতারকরা অনলাইন আবেদনপত্র পূরণ করতে ও পাসপোর্ট সম্পর্কিত পরিষেবাগুলির জন্য অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণের জন্য অতিরিক্ত ফি চার্জ করছে।" এই জাল ওয়েবসাইটগুলির মধ্যে কিছু org ডোমেইন নামে রেজিস্টার রয়েছে। কিছু IN এক্সটেনশন দিয়ে নিবন্ধিত হয়েছে। বাকি কিছু ভুয়ো ওয়োবসাইট .com এক্সটেনশন দিয়ে বাজারে জালিয়াতি করছে। তাই আগে থাকতে সাবধান হোন।
Passport Alert: জেনে নিন ভুয়ো ওয়েবসাইটগুলির নাম
www.applypassport.org ছাড়াও এই ধরনের জাল ওয়েবসাইট রয়েছে অনলাইনে।
Indian Passposrt Services: ভারত সরকারের পাসপোর্ট পরিষেবার জন্য
মনে রাখবেন, দেশে পাসপোর্ট পরিষেবার জন্য় একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে । সেই ওয়েবসাইট হল passportindia.gov.in যার লিঙ্ক হল www.passportindia.gov.in
Online Passport App: পাসপোর্ট পরিষেবার জন্য সরকারি অফিসিয়াল অ্যাপও রয়েছে
চাইলে আবেদনকারীরা অফিসিয়াল মোবাইল অ্যাপ mPassport Seva ব্যবহার করে পাসপোর্ট তৈরি করতে পারেন। যা Android ও iOS অ্যাপ্লিকেশন স্টোর থেকে ডাউনলোড করা যায়।
আরও পড়ুন: RBI Rules: ছেঁড়া নোটে কত টাকা ফেরত দেয় ব্যাঙ্ক ? কী বলছে RBI-এর নিয়ম