GST Collections: বছরের প্রথম মাসেই বাজিমাত, GST বাবদ রেকর্ড আয় কেন্দ্রের
GST Revenues: বুধবার জানুয়ারি মাস শেষ হয়েছে। আর গতকালই GST বাবদ আয়ের অঙ্ক প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা করবাবদ ফের রেকর্ড আয় সরকারের। নতুন বছরের প্রথম মাসেই GST বাবদ ১ লক্ষ ৭২ হাজার ১২৯ কোটি টাকা আয় হয়েছে। গত বছর জানুয়ারি মাসে GST বাবদ যে আয় করেছিল সরকার, এ বছর তা একলাফে ১০.৪ শতাংশ বেড়ে গিয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে GST বাবদ সরকারের আয় ছিল ১ লক্ষ ৫৫ হাজার ৯২২ কোটি টাকা। (GST Collections)
বুধবার জানুয়ারি মাস শেষ হয়েছে। আর গতকালই GST বাবদ আয়ের অঙ্ক প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তাতেই রেকর্ড আয়ের বিষয়টি স্পষ্ট হয়েছে। এ বছর জানুয়ারি মাসে যে টাকা GST থেকে আয় করেছে সরকার, মাসের হিসেবে তা এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বাধিক। সর্বোচ্চ আয় হয়েছিল ২০২৩ সালের এপ্রিল মাসে, ১.৮৭ লক্ষ কোটি টাকা। আর এই নিয়ে তৃতীয় বার GST বাবদ মাসে ১.৭০ লক্ষ কোটি টাকার বেশি আয় করল কেন্দ্র। (GST Revenues)
২০২৩ সালের এপ্রিল মাস থেকে ২০২৪ সালের জানুয়ারি বাবদ হিসেব করলে, GST বাবদ কেন্দ্রীয় সরকার মোট ১৬.৬৯ লক্ষ কোটি টাকা আয় করেছে। এই সময়ের মধ্যে GST বাবদ কেন্দ্রীয় সরকারের আয় বেড়েছে ১১.৬ শতাংশ। ২০২২ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত GST বাবদ কেন্দ্রের আয় ছিল ১৪.৯৬ লক্ষ কোটি টাকা।
👉 ₹1,72,129 crore gross #GST revenue collected during January 2024; records 10.4% Year-on-Year growth
— CBIC (@cbic_india) January 31, 2024
👉 At ₹1,72,129 crore, #GST collections are 2nd highest ever; crosses ₹1.70 lakh crore mark for the third time in FY 2023-24
Read more 👉 https://t.co/pG5u9hOX75 pic.twitter.com/wgdjFjgO2P
কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে হিসেব প্রকাশ করেছে, সেই অনুযায়ী, প্রত্যেক মাসেই GST বাবদ আয় বৃদ্ধি হয়েছে কেন্দ্রের। বুধবার দিনের শেষে যে হিসেব প্রকাশ করেছে কেন্দ্র, তার সঙ্গে আরও টাকা যুক্ত হবে। তাতে শেষ পর্যন্ত আয়ের অঙ্ক আরও বৃদ্ধি পাবে। CGST, SGST বাবদ যথাক্রমে ৪৩ হাজার ৫৫২ এবং ৩৭ হাজার ২৫৭ কোটি টাকা মিটিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-'২৩ অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৭.২ শতাংশ। ২০২১-'২২ সালে ৮.৭ শতাংশ ছিল বৃদ্ধির হার। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০২৩-'২৪ সালে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.৩ শতাংশে গিয়ে ঠেকতে পারে।