New Liquor Policy: অফিসে বসে খেতে পারবেন মদ ! এই রাজ্যে পাবেন অনুমতি
Excise Policy: সুরাপায়ীদের জন্য সুখবর! বাইরে যেতে হবে না। চা, কফির পাশাপাশি অফিসের ক্যান্টিনেই অর্ডার দিতে পারবেন মদ।
Excise Policy: সুরাপায়ীদের জন্য সুখবর! বাইরে যেতে হবে না। চা, কফির পাশাপাশি অফিসের ক্যান্টিনেই অর্ডার দিতে পারবেন মদ। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার।
New Liquor Policy: কোন, কোন মদে রয়েছে অনুমতি ?
অফিস পার্টিতে সম্ভব হলেও কাজের মাঝেই সুরায় মুখ, এমনটা সম্ভব ছিল না ভারতে। উল্টে কেউ অফিস টাইমে মদে মুখ দিলেই তার চাকরি যাওয়াটাই ছিল স্বাভাবিক। তবে হরিযানায় এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে সরকার। শীঘ্রই এমন দৃশ্য দেখতে পাবেন এই রাজ্যে অফিসগুলিতে। যেখানে ক্যান্টিনে চা, কফি বা জুসের মতো বিয়ার বা ওয়াই অর্ডার করতে পারবেন।
Haryana Excise Policy: এই ধরনের পানীয় অফার করতে পারেন
হরিয়ানায় শীঘ্রই এই নীতি বাস্তব হতে চলেছে। ইতিমধ্য়েই হরিয়ানা সরকার আবগারি নীতিতে পরিবর্তন করেছে। নতুন নীতিতে রাজ্য সরকার অনেক অফিসে অ্যালকোহল পরিবেশনের অনুমতি দিয়েছে। তবে মনে রাখবেন, রাজ্য সরকারের দেওয়া এই ছাড়পত্র কেবল বিয়ার বা ওয়াইনের মতো পানীয়গুলির জন্যই পাওয়া যাবে। কম অ্যালকোহলিক পানীয়ের ক্ষেত্রেই এই অনুমতি দেওয়া হয়েছে।
New Liquor Policy: কারা এই নতুন সুবিধা পাবেন
রাজ্য সরকারের নতুন নীতি অনুসারে, যে অফিসে কমপক্ষে ৫ হাজার লোক কাজ করেন ও ন্যূনতম কভার এরিয়া ১ লক্ষ বর্গফুট কেবল সেই অফিস চত্বরে বিয়ার বা মদ খাওয়া যাবে। রাজ্যের নতুন আবগারি নীতি অনুযায়ী সংস্থাগুলিকে এর জন্য বার্ষিক ১০ লক্ষ টাকা দিতে হবে। ৫ হাজারের বেশি কর্মচারী ও ১ লক্ষ বর্গফুটের বেশি কভার এলাকা সহ অফিসগুলো টাকা পরিশোধ করে এক বছরের জন্য লাইসেন্স পাবে।
Excise Policy: ওয়াইন, বিয়ারও আরও সস্তা হবে
হরিয়ানা সরকারের নতুন আবগারি নীতি আগামী মাস অর্থাৎ জুন ২০২৩ থেকে কার্যকর হবে৷ যার অর্থ হরিয়ানার বড় অফিসগুলি তাদের কর্মীদের ক্যান্টিনে বিয়ার পান করার অনুমতি দেবে। পাশাপাশি, রাজ্য সরকার বিয়ার ও ওয়াইনের উপর আবগারি শুল্কও কমিয়েছে। অর্থাৎ আগামী মাস থেকে হরিয়ানায় বিয়ার ও ওয়াইনের দাম কমবে।
Haryana Excise Policy: এবার বারের লাইসেন্স সস্তা হবে
হরিয়ানা মন্ত্রিসভা এই সপ্তাহে আবগারি নীতি ২০২৩-২৪ অনুমোদন করেছে, যা ১২ জুন থেকে কার্যকর হবে৷ নতুন নীতি কার্যকর হওয়ার পরে, কেবল বিয়ার-ওয়াইন সস্তা হবে না, রেস্তোরাঁ, পাব ও ক্যাফেগুলির জন্য বার লাইসেন্সের আবেদন নেওয়া হবে৷ আরও সস্তা হবে বার লাইসেন্স। ইতিমধ্যেই লাইসেন্স ফি কমিয়েছে সরকার। হরিয়ানার গুরুগ্রামের মতো শহরগুলি অনেক বড় কর্পোরেটের কেন্দ্র। সেক্ষেত্রে এই নীতি বহুজাতিক সংস্থাগুলিকর কথা মাথায় রেখেই করা হয়েছে।
আরও পড়ুন : Elon Musk: ট্যুইটার অতীত ! পুরনো ব্যবসায় ফিরছেন মাস্ক