HCL Technologies Share: দ্বিতীয় ত্রৈমাসিকে মোটা লাভ! এই IT Stock- হাসি ফোটাল বিনিয়োগকারীদের মুখে
IT Stocks Price: শুক্রবার বাজার খোলার পর থেকে ২ শতাংশের বেশি বেড়েছে এই আইটি সংস্থার শেয়ার দর।
কলকাতা: শেয়ার বাজার (Share Market Crash) পতনের দিনেও যে কয়টি সংস্থার শেয়ার বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে সেগুলির মধ্যেই একটি HCL Technologies. শুক্রবার বাজার খোলার পর থেকে ২ শতাংশের (2 percentage) বেশি বেড়েছে এই আইটি সংস্থার (IT Stock) শেয়ার দর।
বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ত্রৈমাসিকের (Q2 results) ব্যবসার ফল ঘোষণা করেছে HCL Technologies. আর তারপর শুক্রবার ঊর্ধ্বগতি দেখা গিয়েছে এর শেয়ার দরে। শুক্রবার পৌনে তিনটা নাগাদ NSE-তে এর শেয়ার মূল্য (Share Price) ২.৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ঘোরাফেরা করেছে ১২৫১.৬৫ টাকা প্রতি শেয়ার দরে (Per Share Price)। ততক্ষণ পর্যন্ত এই শেয়ারের সর্বনিম্ন মূল্য ছিল ১২০৮.৪৪ টাকা, সর্বোচ্চ মূল্য উঠেছিল ১২৬৬.৫০ টাকা।
কেন এই ঊর্ধ্বগতি?
বৃহস্পতিবার এই IT সংস্থার তরফে যে তথ্য় জমা দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছে এই আর্থিক বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (second quarter) HCL Technologies-এর কনসলিটেড নেট প্রফিটে (Consolidated net profit) ৯.৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক। তাতে HCL Technologies-এর লাভের অঙ্ক দাঁড়িয়েছে ৩৮৩৩ কোটি টাকা। গত বছর এই আইটি সংস্থা জানিয়েছিল তাদের নেট প্রফিট হয়েছে ৩৪৮৭ কোটি টাকা। অপারেশনসের নিরিখে YOY-হিসেবেও গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে HCL Technologies-এর কনসলিডেট রেভেনিউ বা মোট আয় ৮ শতাংশ মতো বেড়েছে। গত বছর এই সময়ে সেই অঙ্ক ছিল ২৪৬৮৬ কোটি, যা এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে হয়েছে ২৬৬৭২ কোটি টাকা।
শুক্রবার বাজার খুললেই ধস দেখা গিয়েছিল। প্রায় ৪০০ পয়েন্ট পড়ে গেলেও, কিছুটা সময় এগোতেই কিছুটা ভাল জায়গায় এসেছে ভারতীয় শেয়ার বাজার। দুপুর আড়াইটা নাগাদ লালেই ছিল বাজার, ১২৬ পয়েন্ট মতো নীচে নেমে সেনসেক্স ছিল ৬৬,২৮৭ পয়েন্টে।
আরও পড়ুন: তুমুল পতনের বাজারেও মোটা লাভ এই ২ 'নবরত্ন' সংস্থার! ১ দিনে কতটা বৃদ্ধি?