Home Loan Interest: গৃহঋণে সুদের হার আরও কম, দেখে নিন কোন ব্যাঙ্কে কী অফার ?
উৎসবের মরসুমে গৃহ ঋণে (Home Loan) সুদের হার কমিয়েছে State Bank Of India (SBI)। প্রসেসিং ফি ছাড়াই ৬.৭০ শতাংশ হারে ঋণ নিতে পারবেন আবেদনকারী।
নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) ঋণের নীতি মেনে কমেছে লোনের ওপর সুদের হার। কোভিড পরবর্তী সময়ে এখন বাজারে নগদের পরিমাণ বাড়াতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার ফলস্বরূপ কমেছে গৃহঋণে সুদের হার (Home Loan Interest)। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিককালে সবথেকে কম সুদে গৃহ ঋণ দিচ্ছে ব্যাঙ্কগুলি।
SBI Home Loan
উৎসবের মরসুমে গৃহ ঋণে (Home Loan) সুদের হার কমিয়েছে State Bank Of India (SBI)। প্রসেসিং ফি ছাড়াই ৬.৭০ শতাংশ হারে ঋণ নিতে পারবেন আবেদনকারী। স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, আগের মতো ঋণের পরিমাণ অনুসারে সুদের হার বাড়াবে না কোম্পানি। এবার যত খুশি ঋণ নিলেও একই থাকবে সুদের হার। অতীতে ৭৫ লক্ষ টাকার বেশি গৃহ ঋণ (Home Loan) নিলে ৭.১৫ শতাংশ সুদ দিতে হত গ্রহীতাকে। এখন আর সেই নিয়ম থাকছে না। আপনি যতই ঋণ নেন না কেন, ৬.৭০ শতাংশ হারেই সুদ গুণতে হবে আবেদনকারীকে। গত ১৬ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনই জানিয়েছে SBI।
Punjab National Bank Home Loan
গৃহ ঋণে সুদের হার কমিয়েছে আরও এক রাষ্টায়ত্ত ব্যাঙ্ক। সম্প্রতি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের হোম লোনে ইন্টারেস্ট কমিয়েছে। ৫০ লক্ষের নিচে গৃহ ঋণের ক্ষেত্রে ০.৫০ শতাংশ সুদ কমিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই ব্যাঙ্ক থেকে ৬.৬০ শতাংশ সুদের হারে গৃহ ঋণ পাবেন গ্রাহক। ব্যাঙ্কের দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ক্ষেত্রে তারাই সবথেকে কম সুদে হোম লোন দিচ্ছে।
Bank of Baroda
সম্প্রতি পুরোনো হোম ও কার লোন গ্রাহকদের ০.২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করেছে Bank of Baroda। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, নতুন করে গৃহ ঋণের আবেদনে কোনও প্রসেসিং ফি নেবে না তারা। কেউ হোম লোন নিতে চাইলে ৬.৭৫ শতাংশ সুদে গৃহ ঋণ নিতে পারবেন।
ICICI Bank Home Loan
স্টেট ব্যাঙ্কের মতোই একই সুদে হোম লোন দিচ্ছে ICICI Bank। এখানেও আবেদনকারীরা ৬.৭০ শতাংশে গৃহ ঋণ পাবেন। তবে নতুন হোম লোন নেওয়ার জন্য ১১০০ টাকা প্রসেসিং ফি দিতে হবে ব্যাঙ্ককে।
YES Bank Home Loan
এখানেও ৬.৭০ শতাংশ সুদে হোম লোন পাবেন গ্রাহকরা। তবে মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পুজোর মরসুমে ৯০ দিনের মধ্যে কোনও মহিলা গৃহ ঋণ নিতে চাইলে তাকে আরও ০.০৫ শতাংশ সুদে ছাড় দেওয়া হবে। সেই ক্ষেত্রে ৬.৬৫ শতাংশে গৃহ ঋণ নিতে পারবেন মহিলারা।
আরও পড়ুন : SBI Update : ৩০ সেপ্টেম্বরের মধ্যে করতেই হবে এই কাজ, ফের 'সতর্ক করল' SBI
আরও পড়ুন : SBI customer Alert ! শূন্য হতে পারে অ্যাকাউন্ট, আপনার ফোনে এই ৪ অ্যাপ নেই তো ?
আরও পড়ুন : SBI Customer Alert: পাসওয়ার্ড খুলতে পারবে না প্রতারকরা, ভরসার ৮ রাস্তা দেখাল SBI