Hotel Room Booking : প্রাপ্তবয়স্ক হলেও হোটেল রুম নিতে পারবে না ছেলে-মেয়েরা ? কোথায় ভয় ! কী বলছে দেশের আইন
OYO : দেশে প্রাপ্তবয়স্কদের হোটেল রুম বুকিং নিয়ে রয়েছে নির্দিষ্ট আইন। জানেন, কী বলা রয়েছে অবিবাহিতদের জন্য সেই আইনে।
OYO : ১৮ হলেও আপত্তি ! একসঙ্গে হোটেল রুম (Hotel Room Booking) নিতে পারবে না প্রেমিক যুগল ? দেশে প্রাপ্তবয়স্কদের হোটেল রুম বুকিং নিয়ে রয়েছে নির্দিষ্ট আইন। জানেন, কী বলা রয়েছে অবিবাহিতদের জন্য সেই আইনে।
জোর বিতর্ক শুরু হয়েছে OYO -র হোটেল বুকিংয়ের নিয়ম নিয়ে
আজকাল, একটি প্রসঙ্গ নিয়ে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি মিরাটের হোটেলে অবিবাহিত দম্পতিদের প্রবেশের বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে হোটেল বুকিং অ্যাপ OYO । কোম্পানি বলেছে, এখন থেকে কেবল বিবাহিত দম্পতিদেরই মিরাটের হোটেলে প্রবেশের সুযোগ দেওয়া হবে। হোটেলে অবিবাহিত দম্পতিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে,। তাহলে কি প্রাপ্তবয়স্ক যুগলদের দেশের বাকি হোটেলগুলোতে রুম নিতে ভয় রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, অবিবাহিত প্রাপ্তবয়স্ক যুগলের জন্য দেশের আইন কী বলে।
প্রাপ্তবয়স্ক দম্পতিদের জন্য কী আইন রয়েছে
আমরা যদি হোটেলের রুম নেওয়ার কথা বলি, তাহলে দেশের যেকোনও হোটেলে রুম নেওয়ার আগে আপনাকে বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। আপনি একা বা সঙ্গীর সঙ্গে যাবেন কিনা সেই বিষয়ে জানাতে হবে হোটেল কর্তৃপক্ষকে। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে , অবিবাহিত দম্পতি যদি হোটেলে রুম নিতে চান, তাহলে তার জন্য কী আইন রয়েছে ?
কী বলছে আইন
আপনার ও আপনার সঙ্গীর বয়স যদি ১৮ বছর বা তার বেশি হয়, তবে কেউ আপনাকে হোটেলে রুম দিতে অস্বীকার করতে পারে না। আপনি বিবাহিত হোন বা না হোন, তাতে কিছু যায় আসে না। প্রাপ্তবয়স্ক প্রত্যেক ব্যক্তিকে দেশের সংবিধানে নিজ ইচ্ছানুযায়ী বসবাস, থাকার ও বিয়ে করার অধিকার দিয়েছে।
ধারা ২১ এই নিয়ে কী বলে
সংবিধানের ২১ অনুচ্ছেদ আপনাকে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার দেয়। যার অধীনে আপনি যেখানে খুশি থাকতে, খেতে, পরতে ও যেকোনও হোটেলে ঘর নিতে পারেন। হোটেলের ব্যাপারটা হল ব্যক্তিগত বিষয়, যেখানে আপনি নিজের ইচ্ছানুযায়ী হোটেলে থাকতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি একটি পাবলিক প্লেসে গোপনীয়তা রাখতে পারবেন না।
এই ক্ষেত্রে একটি হোটেল রুম সরকারি সম্পত্তির অংশ নয়, এটি ব্যক্তিগত সম্পত্তির আওতায় ধরা হয়। যেখানে মানুষ সম্পূর্ণ গোপনীয়তা উপভোগ করে। অতএব, গোপনীয়তা ও স্বাধীনতার কারণে আপনি একজন প্রাপ্তবয়স্ক হিসাবে হোটেলে থাকতে পারেন। দেশের কোনও আইন আপনাকে এই কাজে বাধা দিতে পারে না। তবে এর জন্য আপনার বৈধ পরিচয়পত্র দেখাতে হবে।
OYO মিরাটে অবিবাহিত দম্পতিদের জন্য চেক-ইন বন্ধ করেছে
হোটেল ও ট্রাভেল বুকিং জায়ান্ট Oyo তার গ্রাহকদের জন্য সম্প্রতি একটি বড় ধাক্কা দিয়েছে। এখন থেকে অবিবাহিত দম্পতিদের ওয়োতে চেক-ইন করার অনুমতি দেওয়া হবে না। Oyo অংশীদার হোটেলগুলির জন্য একটি নতুন চেক-ইন পলিসি শুরু করেছে যা এই বছর থেকে কার্যকর হবে৷ নতুন নির্দেশিকা অনুসারে, অবিবাহিত দম্পতিদের ওয়ো হোটেলের রুমে চেক-ইন করার অনুমতি দেওয়া হবে না। সংস্থা মীরাট থেকে এই নিয়ম শুরু করেছে।