Demat Account Link: একটি ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে জুড়তে পারেন একাধিক ট্রেডিং অ্যাকাউন্ট,জেনে নিন কীভাবে
Trading Account: একাধিক ট্রেডিং অ্য়াকাউন্ট কীভাবে ডিম্যাটের সঙ্গে জুড়বেন ?
Trading Account: শেয়ার বাজারে (Stock Market) বিনিয়োগ (Investment) করতে গেলে থাকতেই হবে এই অ্য়াকাউন্ট। মনে রাখবেন, ডিম্যাট অ্যাকাউন্ট (Demat Account) ও ট্রেডিং অ্যাকাউন্ট (Trading Account) না থাকলে স্টক মার্কেটে (Share Market) ইনভেস্ট করতে পারবেন না আপনি। সেই ক্ষেত্রে একাধিক ট্রেডিং অ্য়াকাউন্ট কীভাবে ডিম্যাটের সঙ্গে জুড়বেন ?
এক ডিম্যাট অ্যাকাউন্টের অনেক কাজ
ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার আর্থিক সিকিউরিটিগুলি ইলেকট্রনিক সিস্টেমে রাখতে নথিভুক্ত করে রাখতে পারেন। ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া আপনি স্টক, বন্ড, ডেরিভেটিভস, কারেন্সি ও প্রোডাক্টে বিনিয়োগ করতে পারবেন না। এর সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আইপিওতে বিনিয়োগ করার সুবিধা পাবেন।
ট্রেন্ডিং অ্যাকাউন্ট কী ?
ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াও আরও একটি অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ট্রেডিং অ্যাকাউন্ট। ব্যবসা এবং বিনিয়োগ উভয়ই একে অপরের সঙ্গে সম্পর্কিত। কিন্তু, দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। ট্রেন্ডিং হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করেন। এটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়।
এর পাশাপাশি শেয়ার কিনে নিজের কাছে রাখলে তাকে বিনিয়োগ বলে। ট্রেড করতে আপনার একটি ট্রেডিং অ্যাকাউন্ট প্রয়োজন। ভারতে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সুবিধা ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (এনএসডিএল) এবং সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস (সিডিএসএল) দিয়ে থাকে। এই পরিস্থিতিতে ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্টের কাজগুলি আলাদা।
একাধিক ট্রেডিং অ্যাকাউন্ট একটি ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যেতে পারে
একজন ব্যবসায়ীর একাধিক ট্রেডিং অ্যাকাউন্ট থাকলে, তিনি সেই অ্যাকাউন্টটিকে তার এক ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে পারেন, তবে এতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট একটি ব্যাঙ্কে থাকে এবং আপনি আপনার ডিম্যাটকে ট্রেডিংয়ের সঙ্গে লিঙ্ক করতে চান, সেই ক্ষেত্রে আপনি ডিসকাউন্টের ভিত্তিতে স্টক ব্রোকার বেছে নিলে উভয় অ্যাকাউন্টই লিঙ্ক করা যাবে না। যদি আপনার স্টক ব্রোকার আপনাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক করার অনুমতি দেয়, তাহলে আপনি তা করতে পারেন। এছাড়াও, অনেক স্টক ব্রোকার ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে একাধিক ট্রেডিং অ্যাকাউন্ট লিঙ্ক করার অনুমতি দেয়, তবে একাধিক অ্যাকাউন্ট লিঙ্ক করার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে।
একজন বিনিয়োগকারী কি একাধিক ডিম্যাট অ্যাকাউন্ট বজায় রাখতে পারেন
যেকোনো বিনিয়োগকারী তার প্রয়োজন অনুযায়ী একাধিক ডিম্যাট অ্যাকাউন্ট রাখতে পারেন। SEBI নিয়ম অনুযায়ী, একাধিক ডিম্যাট অ্যাকাউন্ট খোলা যায়। প্রতিটি অ্যাকাউন্টে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা প্রয়োজন।
2023-24 আর্থিক বছরে অনেকগুলি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে
মানিকন্ট্রোলের রিপোর্ট অনুসারে, 2023-24 আর্থিক বছরে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস (সিডিএসএল) এবং ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি (এনএসডিএল) উভয় ডিপোজিটরির সাথে মোট ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা 15.14 কোটিতে বেড়েছে। যেখানে এক বছর আগে এই সংখ্যা ছিল ১১.৪৫ কোটি। এমন পরিস্থিতিতে মাত্র এক বছরে মোট ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ১১.৯ শতাংশ।
World Youngest Billionaire: ১৯ বছর বয়সে বিশ্বের সবথেকে কমবয়সী ধনকুবের এই মেয়ে, কী করেন ?