Personal Finance: ঋণের জালে জড়াবেন আপনি ! এই চার লক্ষণ দেখে আগেই সতর্ক হোন
Financial Planning Tips: মনে রাখবেন, কোনও ব্যক্তির EMI মাসিক বেতনের 30-40 শতাংশ বা তার কম হওয়া উচিত।আপনার মাসিক আয়ের অন্তত 10-20 শতাংশ সঞ্চয় করার চেষ্টা করুন।
Financial Planning Tips: প্রায় প্রত্যেকের জীবনেই এরকম একটা সময় আসে। যখন আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে হয় আপনাকে। হাজারো চেষ্টা করেও এই সমস্যা থেকে বের হতে পারেন না অনেকেই। অনবরত ঋণের ফাঁদ এমন একটি বিষয় যা কাউকে সমস্যায় ফেলতে পারে। এ থেকে বাঁচার একমাত্র উপায় হল আগে থেকে সতর্ক হওয়া। আজ আমরা আপনাকে এমন কিছু লক্ষণ সম্পর্কে বলব, যা দেখেই বুঝে যাবেন অদূর ভবিষ্যতে ভারী ঋণের বোঝা চাপতে চলেছে আপনার ওপর।
Financial Planning Tips : কত হওয়া উচিত ইএমআই ?
যদি আপনার আয়ের 50 শতাংশের বেশি EMI-এর দিকে যায়, তাহলে আপনাকে অবিলম্বে সতর্ক হওয়া উচিত।এই ধরনের ঘটনা তখনই ঘটে যখন আপনি একসঙ্গে অনেক ছোট ঋণ বা একটি বড় ঋণ নেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় ভাল ডিসকাউন্ট দেখে অতিরিক্ত কেনাকাটা করার দিকে ঝোঁকেন বহু মানুষ। যার ফলে তাঁরা EMI-তে তাদের বেতনের একটি বড় অংশ হারাতে শুরু করেন।মনে রাখবেন, কোনও ব্যক্তির EMI মাসিক বেতনের 30-40 শতাংশ বা তার কম হওয়া উচিত।
সবার জীবনেই সঞ্চয় একটা বড় বিষয়। এই সঞ্চয় না করতে পারলে অদূর ভবিষ্যতে আপনাকে ঋণ নিতে হতে পারে।আপনার মাসিক আয়ের অন্তত 10-20 শতাংশ সঞ্চয় করার চেষ্টা করুন।আপনার সব উপার্জন ব্যয় করলে বাজেট শূন্য হয়ে যায়। তাহলে বুঝবেন এবার আপনি ঝুঁকিতে রয়েছেন।
আরও পড়ুন : EPF Subscriber Update: EPF-এর এই নিয়মে বড় পরিবর্তন, আপনি জানেন তো ?
Minimum credit card bill payment
আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে ন্যূনতম বিল পরিশোধ করেন, তাহলে এখনই তা করা বন্ধ করুন। এই রাস্তা আপনাকে ঋণের ফাঁদে ফেলতে পারে।আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে বিলের 90% শোধ করেন, তাহলে পরবর্তী বিলের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি 10% নয় 100 শতাংশের ওপর সুদ নেবে। তাই পুরো ক্রেডিট বিল একবারে ক্লিয়ার করা ভাল।
Financial Planning Tips: এই বিষয়গুলো মাথায় রাখুন
ঋণ পরিশোধের জন্য নতুন ঋণ নেওয়া উচিত নয়। এরফলে আপনি ঋণের ফাঁদে পড়বেন।আপনার নির্দিষ্ট খরচ ছাড়াও, আপনাকে যদি কোনও কেনাকাটা করতে হয় বা কোথাও যেতে হয়, তাহলে আপনার বেতন বা সঞ্চয় থেকে তার খরচ মেটান। এর জন্য ঋণ না নেওয়ার চেষ্টা করুন।সময়মতো ইএমআই ও বিল পেমেন্ট করুন।আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করে এমন পদক্ষেপগুলি এড়িয়ে চলুন। যেমন অতিরিক্ত লোন, একাধিক ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন, ইএমআই ডিফল্ট ইত্যাদি।
আরও পড়ুন: New Rules: ১ ডিসেম্বর থেকে এই নিয়মে বড় পরিবর্তন, জেনে নিন কী প্রভাব পড়বে আপনার জীবনে
আরও পড়ুন : PF Account Alert: পেনশনের এই নম্বর হারিয়েছেন ? এই কয়েক ধাপে পাবেন সমাধান