NPS Pension: মাসে পাবেন ২ লক্ষ টাকা পেনশন, এই সরকারি স্কিম দিচ্ছে সুযোগ
Savings Scheme: অবসরের পরে সুরক্ষিত ভবিষ্যতের কথা মাথায় রেখে করতে পারেন এই সরকারি প্রকল্পে বিনিয়োগ।
Savings Scheme: অবসরের পরে সুরক্ষিত ভবিষ্যতের কথা মাথায় রেখে করতে পারেন এই সরকারি প্রকল্পে বিনিয়োগ। যেখানে প্রতি মাসে ২ লক্ষ টাকা পেনশনের (NPS Pension) সুবিধা দেবে এই সেভিংস স্কিম (Savings Scheme)।
NPS Pension: সরকারি প্রকল্পে থাকছে দারুণ সুবিধা
আপনার বার্ধক্যের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্প এনেছে। যেখানে আপনি পেনশন বাবদ প্রতি মাসে বিশাল অঙ্কের টাকা পেতে পারেন। এর জন্য আপনাকে আজ থেকে বিনিয়োগ করতে হবে। যাতে ৬০ বছরের পরে বার্ধক্যে পা দিলে টাকার জন্য সমস্যা না হয়।
NPS স্কিম আসলে কী ?
ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) হল একটি সরকারি পেনশন প্রকল্প। এই স্কিমে বিনিয়োগ করলে আপনার টাকা ইক্যুইটি ও ডেট উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করা হয়। অবসর গ্রহণের পরে বড় অঙ্কের মাসিক পেনশন পেতে আপনার NPS স্কিমে বিনিয়োগ করা উচিত। এতে বিনিয়োগ করে আপনি বৃদ্ধ বয়সে প্রতি মাসে ২ লাখ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।
Savings Scheme: এই স্কিমে পাবেন আয়করে ছাড়
NPS পেনশন স্কিম হল একটি সরকারি প্রকল্প। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF),এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড (EPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদির মতো এটিও একটি সরকারি প্রকল্প। এতে বিনিয়োগ করলে আমানতকারী আয়করে ছাড় পাবেন। পাশাপাশি মেয়াদপূর্তিতে পুরো পেনশন তোলার সুবিধা পান বিনিয়োগকারী। এই স্কিমের ক্ষেত্রে যেকোনও বিনিয়োগকারী তার মাসিক পেনশনের পরিমাণ বাড়াতেও পারেন।
NPS Pension: কীভাবে পাবেন প্রতি মাসে ২ লক্ষ টাকা পেনশন
আপনি যদি ৪০ বছরের জন্য প্রতি মাসে ৫০০০ টাকা করে এই স্কিমে জমা করেন, তবে আপনি ১.৯১ কোটি টাকা পাবেন। এর পরে, মেয়াদপূর্তিতে টাকার পরিমাণের ওপর ভিত্তি করে ২ লক্ষ টাকা মাসিক পেনশন পেতে পারেন আপনি। এতে, সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান (SWP) থেকে ১.৪৩ লক্ষ টাকা ও ৬৩,৭৬৮ টাকা মাসিক রিটার্ন পাওয়া যাবে। বিনিয়োগকারী জীবিত থাকা পর্যন্ত অ্যানুইটি থেকে প্রতি মাসে ৬৩,৭৬৮ টাকা পেতে থাকবেন।
Pension Scheme: ৬৩,৭৬৮ টাকা মাসিক পেনশনের সুযোগ
আপনি যদি ২০ বছর থেকে অবসর নেওয়া পর্যন্ত প্রতি মাসে ৫০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি ১.৯১ কোটি থেকে ১.২৭ কোটি টাকার এককালীন মেয়াদপূর্তির টাকা পাবেন৷ এই ক্ষেত্রে ১.২৭ কোটি টাকার ৬ শতাংশ রিটার্ন দাঁড়াচ্ছে প্রতি মাসে 63,768 টাকা। যা মাসিক পেনশন হিসাবে নিতে পারেন বিনিয়োগকারী।
আরও পড়ুন : Passport Renewal: পাসপোর্ট রিনিউ করতে চান ? স্লট বুকিং থেকে ফর্ম পূরণ করুন এইভাবে