Refined Oil Price: আরও কমবে রান্নার তেলের দাম ! সরকার নিল এই সিদ্ধান্ত
Oil Price Cut: রান্নার তেলে আমদানি শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার। পরিশোধিত সয়া তেল ও রিফাইন সানফ্লাওয়ার অয়েলে আমদানি শুল্ক ১৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১২.৫ শতাংশ করা হয়েছে।
Oil Price Cut: রান্নার তেলে আমদানি শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার। পরিশোধিত সয়া তেল ও রিফাইন সানফ্লাওয়ার অয়েলে আমদানি শুল্ক ১৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১২.৫ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এই দাম।
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, পাম তেল, সূর্যমুখী তেল ও সয়া তেলের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য হবে। অর্থাৎ মোট ৫.৫ শতাংশ কর প্রযোজ্য হবে। পরিশোধিত ভোজ্য তেলের ক্ষেত্রে আমদানি শুল্ক 13.75 শতাংশ রাখা হয়েছে।
Refined Oil Price: সরকার কেন নিল এই পদক্ষেপ ?
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার। সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সিইও-র মতে, অপরিশোধিত ও পরিশোধিত সয়াবিন, সূর্যমুখী তেলের মধ্যে কম শুল্কের পার্থক্য থাকা সত্ত্বেও এই তেল বাণিজ্যিকভাবে তেমন সফল হচ্ছিল না। এর জন্য বাজারের কিছু অস্থায়ী প্রভাব পড়েছে।
Oil Price Cut: এ পর্যন্ত কত আমদানি হয়েছে ?
নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত দেশে ভোজ্যতেলের আমদানি রেকর্ড মাত্রায় হয়েছে। এসইএ অনুসারে, পাম তেল আমদানি হয়েছিল ৪.৯ মিলিয়ন টন, যা আগের অর্থবছরের এই সময়ে ছিল ৩.২ মিলিয়ন টন। পাম তেল ৪৯ শতাংশ থেকে বেড়ে ৬১ শতাংশে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে ভোজ্য তেলের শেয়ার কমেছে। তবে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে সূর্যমুখী ও সয়াবিন তেলের চালান ৩.১ মিলিয়ন টন, যা গত মৌসুমে ছিল ৩.৩ মিলিয়ন টন হয়েছে। ভোজ্য তেল ৫১ শতাংশ থেকে ৩৯ শতাংশে নেমে এসেছে।
Refined Oil Price: সূর্যমুখী তেলের আমদানি বেড়েছে
SEA-এর সর্বশেষ তথ্য অনুসারে, এপ্রিল মাসে ভারতের ভেজিটেবল অয়েলের আমদানি ১০ শতাংশ কমেছে। যেখানে পাম তেলের আমদানি ৩১ শতাংশ কমে ৫০৫,০০০ টন হয়েছে। তবে সয়াবিন তেলের আমদানি ১ শতাংশ বেড়ে ২৬২,০০০ টন ও সূর্যমুখী তেলের আমদানি ৬৮ শতাংশ বেড়ে ২৪৯,০০০ টনে দাঁড়িয়েছে।
Fuel Price Hike: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার জন্য বদলে গেল দেশের জ্বালানির দাম। বৃহস্পতিবার ভারতের অনেক শহরে পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তন হয়েছে। জেনে নিন, দেশের চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম।
Petrol-Diesel Price: দেশের চার মহানগরে পেট্রোলের দাম
নয়াদিল্লিতে পেট্রোলের দাম 96.72 টাকা এবং ডিজেলের প্রতি লিটার 89.62 টাকা চলছে, চেন্নাইতে পেট্রোলের দাম 102.63 টাকা এবং ডিজেল প্রতি লিটার 94.24 টাকায় বিক্রি হচ্ছে। মুম্বইতে পেট্রোল বিক্রি হচ্ছে 106.31 টাকা এবং ডিজেল প্রতি লিটার 94.27 টাকায়। একই সময়ে কলকাতায় পেট্রোলের দাম 106.03 টাকা এবং ডিজেলের দাম 92.76 টাকা প্রতি লিটার হয়েছে।
আরও পড়ুন: Toyota EV: এক চার্জে যাবে ১২০০ কিমি, ১০ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে টয়োটার এই ইভি