Income Tax: এই তথ্য না জানালে ১০ লক্ষ টাকা জরিমানা, কড়া নির্দেশিকা আয়কর বিভাগের
ITR Penalty: কোনো ব্যক্তি যদি তাঁর বৈদেশিক সম্পত্তি বা বিদেশের উপার্জনের ব্যাপারে স্পষ্ট তথ্য না জানায়, তাহলে আয়কর বিভাগ তাঁর উপর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা (Income Tax Department) আরোপ করতে পারে।
Income Tax Department: আয়কর বিভাগের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি তাঁর বৈদেশিক সম্পত্তি বা বিদেশের উপার্জনের ব্যাপারে স্পষ্ট তথ্য না জানায়, তাহলে আয়কর বিভাগ তাঁর উপর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা (Income Tax Department) আরোপ করতে পারে। মূলত অবৈধ উপায়ে উপার্জন রুখতে যে আইন প্রণীত হয়েছে দেশে, তার উপর ভিত্তি করেই এই জরিমানা হতে পারে বলে জানিয়েছে আয়কর বিভাগ। একইসঙ্গে আয়কর বিভাগ (ITR Penalty) দেশের করদাতাদের এও মনে করিয়ে দিয়েছে যে সংশোধিত আইটিআর এবং ডিলেড আইটিআর জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর।
শনিবার আয়কর বিভাগের পক্ষ থেকে কমপ্ল্যায়েন্স কাম অ্যাওয়ারনেস অভিযানের ভিত্তিতে একটি পাবলিক কনসালটেশন পেপার জারি করা হয়েছে। এতে জোর দেওয়া হয়েছে যে করদাতাদের ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য তাদের আইটিআর রিটার্নে আবশ্যিকভাবে এই বৈদেশিক সম্পদ সংক্রান্ত তথ্য কোনোভাবেই তারা যেন গোপন না করেন এবং তা গোপন রাখা উচিতও নয়।
কী জানানো হয়েছে এই কনসালটেশন পেপারে
এই কনসালটেশন পেপারে স্পষ্ট বলা হয়েছে যে গত অর্থবর্ষে ভারতের করদাতাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। কিছু কিছু এমন কার্যকলাপের সঙ্গে যদি সেই করদাতা যুক্ত থাকেন, তাহলে ভারতে তাঁর কর জমা দেওয়ার দায় বর্তায়। আর এই কাজের উল্লেখ থাকতে হবে সেই ব্যক্তির আইটিআরে।
বৈদেশিক সম্পদ ও আয় প্রকাশ না করলে হবে জরিমানা
বৈদেশিক সম্পদের মধ্যে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জমা টাকা, নগদ মূল্যের জীবনবিমা চুক্তি বা অ্যান্যুইটি চুক্তি, কোনো ব্যবসার আর্থিক মুনাফা, রিয়েল এস্টেট বা ইকুইটি, ঋণের সুদ, ট্রাস্টি ইত্যাদি থেকে থাকলে তার উল্লেখ করতে হবে ব্যক্তির আইটিআরে। এছাড়া বিদেশের মাটিতে কোনো ক্যাপিটাল গেইন হলে তাও উল্লেখ করতে হবে।
কীভাবে এই তথ্য জানানো হবে
সিবিডিটি জানিয়েছে যে এই ক্যাম্পেইনের অধীনে প্রথমে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য যে সমস্ত করদাতারা ইতিমধ্যেই আইটিআর জমা করে দিয়েছেন, তাদের প্রথমে এসএমএস করা হবে এবং তারপর ইমেল করা হবে। যে সমস্ত করদাতারা এমন বৈদেশিক উপার্জন থাকলেও তা উল্লেখ করেননি আইটিআরে তাদের ইমেল পাঠানো হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Credit Card: বদলে গেল এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়ম, চার্জ কমাল ব্যাঙ্ক; কী কী বদল ?