Income Tax: ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে গিয়ে বিরাট বিপত্তি! 'টাকা কাটলেও চালান আসেনি', উঠছে সময়সীমা বাড়ানোর দাবি
Income Tax Login, ITR Filing: নেটিজেনরা সোশাল মিডিয়ায় একাধিক স্ক্রিনশট শেয়ার করেছেন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে এক্স হ্যান্ডেলে ট্যাগ করে সমস্যার কথাও জানিয়েছেন।

নয়া দিল্লি: আয়কর দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, ১৫ সেপ্টেম্বর হল আয়কর জমা দেওয়া শেষ দিন। কিন্তু শেষ দিনে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে গিয়ে নাস্তানাবুদ পরিস্থিতিতে পড়ল ভারতীয়রা। শেষ মুহূর্তে আয়কর রিটার্ন ফাইল করতে গিয়ে একদম নাজেহাল অবস্থার সম্মুখীন হতে হল অনেককেই। কারণ? খোলাই গেল না সাইট। কারও আবার সাইট খুললেও হল না লগ-ইন। কারও সমস্যা আবার অন্য। সব মিলিয়ে দিনভর সমস্যায় সকলে।
কী অভিযোগ?
নেটিজেনরা সোশাল মিডিয়ায় একাধিক স্ক্রিনশট শেয়ার করেছেন। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে এক্স হ্যান্ডেলে ট্যাগ করে সমস্যার কথাও জানিয়েছেন। আয়কর দফতরের তরফে বেশ কিছু পদ্ধতিও বলা হয়েছে। সেই নিয়ম ফলো করতে বলা হয়। যদিও সেক্ষেত্রেও সমস্যায় পড়ে অনেকে, এমনটাই অভিযোগে বলা হয়েছে।
অনেকে বলেছেন ট্যাক্স রিটার্ন ফাইল করতে গিয়ে চালানের টাকা কেটে নিলেও চালান আসেনি হাতে। অর্থাৎ টাকা বেরিয়ে গেলেও ইনকাম ট্যাক্স রিটার্ন যে ফাইল করেছেন তার সংগত নথি সেই অর্থে হাতে আসেনি। অধিকাংশই লগ ইন-ই করতে পারেনি। যদিও এক্ষেত্রে আয়কর দফতরের তরফে একটি মেইল অ্যাড্রেস এবং প্যান নাম্বার ও বিস্তারিত বিবরণ মেইল করতে বলা হয়েছে। যদিও তা করলেও সুরাহা মেলেনি বলেই অভিযোগ।
KIND ATTENTION TAXPAYERS!
— Income Tax India (@IncomeTaxIndia) September 15, 2025
"Having difficulty accessing the Income Tax e-Filing Portal?
Sometimes, access difficulties with the Income Tax e-Filing Portal may arise due to local system/browser settings. These simple steps often help resolve such issues:
▶️Delete temporary files…
এরপরই উঠেছে সময়সীমা বাড়ানোর দাবি। নেটিজেনদের দাবি, যারা আয়কর দফতরের সাইটের গোলযোগের কারণে আজ জমা দিতে পারলেন না, তাদের সময় দেওয়া হোক। কারণ এই ভুল তাদের নয় ফলে সময়সীমা পেরিয়ে যাওয়ার জন্য যে পেনাল্টি লাগু হয় তা তারা কেন দেবে? সেই প্রশ্নও তোলা হয়।
As per Finance Ministry hundreds of Trade associations & lacs of professions are lying that Income tax Portal is not working but Infosys managed X handle is saying the truth.#Extend_Due_Date_Immediately #extend_ITR_TAR_duedates #extend_ITR_Due_Date #itrduedateextension #ITRs pic.twitter.com/SgkZHtpVSG
— CA Ashutosh Soni (@CA_AshutoshSoni) September 15, 2025
এক নেটিজেন লিখেছেন, লক্ষ লক্ষ করদাতা এই সমস্যার মধ্যে পড়েছেন। নির্ধারিত তারিখের সময়সীমা না বাড়ানো হলে আদালতে মামলার বন্যা বয়ে যাবে। সেই সমস্যা এড়াতে সরকারের উচিত করদাতাদের সময় দেওয়া।
Millions of taxpayers are waiting to pay income tax and file their ITRs right now!
— CA Chirag Chauhan (@CAChirag) September 15, 2025
Thousands are waiting to pay the Advance Tax Today
Both stuck
@IncomeTaxIndia extend the deadline for both due dates else there would be a flood of court cases & litigation
Avoid - Extend Now…
প্রসঙ্গত, এর আগে গত শনিবার ও রবিবার অনেকেই আয়কর জমা দিতে গিয়ে সমস্যায় পড়েন। সঙ্গে এই সময়সীমা যাতে বাড়ানো হয়, সেই দাবিও অনেকে জানান।






















