Jeep Commander SUV: নাম নিয়ে সমস্যা ! বিশ্ব বাজারে ২৬ অগাস্ট আসছে জিপ কমান্ডার
কম্পাসের আদলে তৈরি হলেও অনেকটাই বদলে গিয়েছে কমান্ডারের ডিজাইন ল্যাঙ্গোয়েজ। আগের থেকে বনেটে অনেকটা কার্ভ দেওয়া হয়েছে। অটোক্র্যাটদের ধারণা Jeep, Wagoneer-এর মতো ডিজাইন দেওয়ার চেষ্টা হয়েছে এসইউভিতে।
নয়াদিল্লি: ভারতে তৈরি হলেও এখনই আসছে না দেশের বাজারে। আগামী ২৬ অগাস্ট বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে জিপ কমান্ডার।সম্প্রতি কোম্পানির নতুন মডেলের টিজার প্রকাশ করেছে জিপ।
নামে আসে যায় !
কম্পাসের আদলে তৈরি হলেও নতুন মডেলে সাত আসনের সুবিধা দিতে চলেছে কমান্ডার। চলতি মাসের শেষে বিশ্ব বাজারে লঞ্চ করা হবে এই গাড়ি। যা সামনের বছর ভারতে আসবে। মূলত, গাড়ির নাম নিয়ে সমস্যার ফলেই ভারতের বাজারে জিপ লঞ্চ করতে পারছে না কোম্পানি। অন্তত তেমনই মনে করছেন অটো এক্সপার্টরা। কমান্ডার নামে মহিন্দ্রার গাড়ি থাকায় এই 'ব্র্যান্ড নেম' নিয়ে সমস্যা হচ্ছে। শোনা যাচ্ছে, আগামী বছর 'মেরিডিয়ান' নামে ভারতে লঞ্চ হবে কমান্ডার।
ডিজাইন ল্যাঙ্গোয়েজ
কম্পাসের আদলে তৈরি হলেও অনেকটাই বদলে গিয়েছে কমান্ডারের ডিজাইন ল্যাঙ্গোয়েজ। আগের থেকে বনেটে অনেকটা কার্ভ দেওয়া হয়েছে। অটোক্র্যাটদের ধারণা Jeep, Wagoneer-এর মতো ডিজাইন দেওয়ার চেষ্টা হয়েছে এসইউভিতে। বদলে দেওয়া হয়েছে গ্রিল, এলইডি হেডল্যাম্পস। তবে ট্রেডমার্ক সেভেন স্ল্যাট ডিজাইন থাকছেই। বাম্পারের ক্ষেত্রে বদলে দেওয়া হয়েছে ক্ল্যাডিং।
ফিচার ও সিট
এখনও জিপ কমান্ডারের কেবিন নিয়ে সেরকম কোনও তথ্য সামনে আসেনি। শোনা যাচ্ছে, মাঝের আসনে ব্যক্তিগত 'ক্যাপ্টেন সিট' দিতে পারে জিপ। অনেকেরই ধারণা, ৬ আসনের এসইউভি অপশন আনতে পারে কোম্পানি। টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট ছাড়াও গাড়িতে থাকতে পারে কানেকটেড কার টেকনোলজি। অ্যামাজন অ্যালেক্সা ছাড়াও, অ্যাপল কার প্লে, অ্যান্ড্রয়েড অটোর সুবিধা থাকছে গাড়িতে। অন্য প্রিমিয়াম এসইউভির মতো ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকবে জিপ কমান্ডারে।
ইঞ্জিনের পাওয়ার
২.০ লিটারের টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন থাকবে কমান্ডারে। আগে জিপ কম্পাসেও এই ইঞ্জিন অপশন ছিল। অটো ব্লগারদের খবর অনুযায়ী, গাড়িতে টুইন টার্বো ইঞ্জিনও অপশন হিসাবে দেওয়া হতে পারে।নতুন ইঞ্জিনে ২০০ বিএইচপির পাওয়ার ছাড়াও ৪০০ এনএম-এর পিক টর্ক থাকছে। বাজারে MG Gloster, Toyota Fortuner, Ford Endeavour, Volkswagen Tiguan AllSpace ছাড়াও Skoda Kodiaq-এর সঙ্গে প্রতিযোগিতা হবে কমান্ডারের।