Indian Economy: মোদি সরকারে আস্থা ? শীঘ্রই বিশ্ব অর্থনীতিতে তৃতীয় হবে ভারত, কে বলছে জানেন ?
Finance News: আগামী ২০৩০ সালের মধ্যেই বিশ্ব অর্থনীতিতে আরও কয়েক ধাপ ওপরে উঠে আসবে ভারত (Indian Economy)। সম্প্রতি এমনই পূর্বাভাস দিয়েছে গ্লোবাল ফিন্যান্স রেটিং সংস্থা এসঅ্যান্ডপি (S&P) ।
Finance News: ফের বিশ্বের আর্থিক বাজারে (World Economy) ভারতের জয়জয়কার। আগামী ২০৩০ সালের মধ্যেই বিশ্ব অর্থনীতিতে আরও কয়েক ধাপ ওপরে উঠে আসবে ভারত (Indian Economy)। সম্প্রতি এমনই পূর্বাভাস দিয়েছে গ্লোবাল ফিন্যান্স রেটিং সংস্থা এসঅ্যান্ডপি (S&P) ।
পুরো অর্থবর্ষে ৭ শতাংশের বেশি জিডিপি হবে ভারতের
হবে ভারত 2030 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। অন্তত মঙ্গলবার এসএন্ডপি গ্লোবাল রেটিং বলেছে, 2026-27 অর্থবছরে দেশের জিডিপি বৃদ্ধির 7 শতাংশে পৌঁছবে। যা ভারতের অর্থনীতির জন্য খুব বড় খবর। গ্লোবাল ক্রেডিট আউটলুক 2024-এ এসএন্ডপি জানিয়েছে, পরবর্তী অর্থবর্ষে (2024-25) বৃদ্ধির হার 6.4 শতাংশে থাকবে।
এরপর তা 6.9 শতাংশে এবং 2026-27 সালে 7 শতাংশে উঠে আসবে। যার অর্থ, ভারত 2026-27 অর্থবছরে 7 শতাংশে পৌঁছবে। S&P বলেছে৷ "ভারত 2030 সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে, এবং আমরা আশা করি এটি আগামী তিন বছরে সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি হবে।"
এখন বিশ্ব অর্থনীতিতে (World Economy) কোথায় রয়েছে ভারত
ভারত বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জার্মানি এবং জাপানের পরে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। বিশ্বের এই ক্রেডিট রেটিং এজেন্সি বলেছে, “ভারত এখন বিশ্বের বড় বৈশ্বিক উত্পাদন কেন্দ্র হতে পারে কিনা তার ওপর নজর রাখছে সবাই। সেই ক্ষেত্রে উন্নত দেশের তালিকায় এসে যাবে ভারতের নাম। যা দেশের কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রেও ভাল খবর। এখানে ভারতের উন্নয়ন আরও নির্ভর করবে কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মস্থলে নারীর অংশগ্রহণের ওপর।
Goldman Sachs বলেছিল এই কথা
সম্প্রতি ভারতের অর্থনীতি নিয়ে ইতিবাচক কথা শোনা গিয়েছিল আরও এক বড় এক ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের মুখে। সংস্থার তরফে বলা হয়েছিল, বিশ্ব অর্থনীতিতে (World Economy) ফের চিনকে(China) ছাপিয়ে উঠে আসবে ভারতের (Indian Economy) নাম। সম্বত (Samvat 2080) শুরু হতেই ভারতীয় শেয়ারবাজারের জন্য সুখবর দিয়েছিল সংস্থা। ভারতের অর্থনীতি নিয়ে এই ইতিবাচক মত প্রকাশ করেছে বিশ্বের অন্যতম নাম করা ইনেভেস্টমেন্ট ব্যাঙ্কার তথা আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্য়াক্স (Goldman Sachs)।
সম্প্রতি ভারতীয় স্টক (Stock) আপগ্রেড নম্বর দিয়েছে এই প্রতিষ্ঠান। অর্থাৎ দেশীয় বাজারের অবস্থা বিশ্ব বাজারের তুলনায় ভাল বলেই মনে করছে এই প্রতিষ্ঠান। পাশাপাশি কমানো হয়েছে চিনের শেয়ার বাজারের দর। যা চিনের জন্য বড় ধাক্কা বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
Best Stocks To Buy: আগামী ডিসেম্বর পর্যন্ত দিতে পারে দারুণ রিটার্ন, জেনে নিন এই ১০ শেয়ারের নাম